পুবের কলম, ওয়েবডেস্ক: গত ৭ অক্টোবর যুদ্ধ শুরু হয়। এই ঘটনার পর সীমান্ত বন্ধ করে দেওয়ার ঘোষণা করে ইসরাইল। রাফা সীমান্তটি গুরুত্বপূর্ণ। কারণ এই সীমান্ত দিয়েও সাধারণ নাগরিকদের গাজা ত্যাগ করার একমাত্র স্থলপথ। গাজায় মানবিক সহায়তা পাঠানোর ক্ষেত্রেও রাফা এখন গুরুত্বপূর্ণ। গাজা থেকে বের হবার আরও দুটি সীমান্তপথ রয়েছে। কিন্তু সেগুলো পুরোপুরি ইসরায়েলের নিয়ন্ত্রণে এবং দুটোই এখন বন্ধ। ইসরাইল-গাজা যুদ্ধ শুরু হবার পর সীমান্তটি মিশর বন্ধ করে দেয়।
মিশরের একটি সীমান্ত ক্রসিং খুলে দেওয়া হচ্ছে। দেশের প্রেসিডেন্ট গাজায় ত্রাণ সহায়তা পৌঁছাতে সীমান্ত ক্রসিং খুলে দিতে রাজি হয়েছেন। এবার গাজায় ত্রাণ নিয়ে ২০টি ট্রাক যেতে পারবে।
দেশটির প্রেসিডেন্টের একজন মুখপাত্র আহমেদ ফাহমি এক বিবৃতিতে দিয়ে জানিয়েছেন, মিশরের
প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন রাফাহ টার্মিনাল ব্যবহার করে গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর বিষয়ে একমত হয়েছেন।’
মিশরের বিদেশ মন্ত্রকের মন্ত্রণালয় জানিয়েছে যে, গাজার জন্য মানবিক সহায়তা নিয়ে একটি বিমান উত্তর সিনাইয়ের আল-আরিশ বিমানবন্দরে ইতিমধ্যেই এসে পৌঁছেছে। রাফা সীমান্তের কাছে জ্বালানি ও মানবিক সহায়তা সামগ্রী বহনকারী কয়েক ডজন ট্রাক এখন গাজায় প্রবেশের অপেক্ষায় রয়েছে।