দেবশ্রী মজুমদার, তারাপীঠ: করোনার কারণে রথযাত্রা পরিক্রমা বন্ধ তারাপীঠে। গত বছরও একই কারণে রথযাত্রা উপলক্ষ্যে সোজা রথ ও উল্টো রথযাত্রা সম্ভব হয় নি। মন্দির কমিটির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সবাই।
উল্লেখ্য, তারাপীঠে অধিষ্ঠিত আরাধ্যা তারা মা হওয়ায় রথে পুরি বা অন্যান্য জায়গার রথের মতো জগন্নাথ, বলরাম ও সুভদ্রা থাকেন না। এখানে শুধুমাত্র তারা মা থাকেন।