নয়াদিল্লি, ২৫ জুলাই : দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের শুল্ক কর্মকর্তারা মোজাম্বিকের এক নাগরিককে গ্রেফতার করে।জানা যায়, অভিযুক্ত ব্যক্তি ২.৮ কোটি টাকার ৩৬ টি হিরোইনের ক্যাপসুল পাচারের চেষ্টা করেন।দোহার হয়ে জোহানেসবার্গ থেকে দিল্লির একটি ফ্লাইটে ওই অভিযুক্ত ১৬ জুলাই ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ৩ তে আসেন । কিন্তু সে সময় ন্যাশনাল শুক্ল কর্মকর্তারা তাকে আটক করে। উদ্ধার হওয়া হিরোইনের ওজন প্রায় ৪০০ গ্রাম এবং যার মূল্য ২.৮ কোটি টাকা।মাদকদ্রব্যগুলি এনডিপিএস আইন, ১৯৮৫ এবং শুল্ক আইন, ১৯৬২ অনুসারে আটক করা হয় এবং মোজাম্বিকের ওই নাগরিককে এনডিপিএস আইন, ১৯৮৫ এর ধারা ৪৩ (খ) এর অধীনে গ্রেফতার করা হয়।এছাড়াও শুল্ক আইন, ১৯৬২ এর অধীনে ধারা ১০৪ সহ মামলা দায়ের করা হয়েছে। তবে আরও তদন্ত চলছে বলে পুলিশ জানান।