পুবের কলম, ওয়েবডেস্ক: বিশ্ববিদ্যালয়ের মেইন ক্যাম্পাসে গাঁজা চাষের অভিযোগ উঠেছিল। বিশ্ববিদ্যালয়ের ভেতরে গাঁজা থেকে মদ সহ অন্যান্য একাধিক মাদক সেবনেরও অভিযোগ উঠেছে। নজরদারির নিয়েও উঠেছে একাধিক প্রশ্ন। এবার মাদক সেবন বন্ধে কড়া পদক্ষেপ নিল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে সমস্ত ধরনের নেশা ও মাদকজাত দ্রব্য নিষিদ্ধ করার কথা জানিয়েছেন উপাচার্য। এখন থেকে বিশ্ববিদ্যালয়ের গেটগুলিতে নারকটিক্স ডিটেক্টর ও অ্যালকোহল ডিটেক্টর বসানো হবে বলে সিদ্ধান্ত নিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বুদ্ধদেব সাউ।
অন্যদিকে, নজরদারি আটোসাটো করতে বিশ্ববিদ্যালয়ের ১০টি গুরুত্বপূর্ণ জায়গায় প্রাক্তন সেনাদের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হবে। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে এই কাজ হবে। এই নিরাপত্তার খাতে দু’মাসের জন্য প্রায় ৬০ লক্ষ টাকা খরচ হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। জানা গিয়েছে, অ্যান্টি ব়্যাগিং স্কোয়াডের সদস্য সংখ্যাও বাড়ানো হয়েছে। পাশাপাশি কোনও ঘটনা ঘটলে যাতে তড়িঘড়ি ব্যবস্থা নেওয়া যায় সেদিকেই নজর রাখতে বলা হয়েছে। ক্যাম্পাসে সিসিটিভি বসানোর কাজ শুরু হয়ে যাবে বলেও জানিয়েছেন উপাচার্য।