মাস্ক ছাড়া ইউরোতে ম্যাচ দেখতে গিয়েছিলেন ঋষভ পন্থ। সেই সময়ে তাঁকে মাস্কবিহীন অবস্থায় দেখে সমলোচনার ঝড় বয়ে গিয়েছিল। এর পরেই পন্থের করোনা সংক্রমণের কথা জানা যায়। এখন শোনা যাচ্ছে, পন্থ নাকি দাঁতের চিকিৎসকরে কাছে গিয়েছিলেন। আর সেখান থেকেই করোনা সংক্রমণ ঘটেছে বলে মনে করা হচ্ছে। বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছেন, গত ৮ জুলাই ঋষভ পন্থ করোনায় আক্রান্ত হয়েছেন। এখন জানা গিয়েছে, গত ৫ এবং ৬ জুলাই পন্থ দাঁতের চিকিৎসকের কাছে গিয়েছিলেন। আর ঠিক তার পরেই তিনি করোনায় আক্রান্ত হন।আবার অনেকের দাবি, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পর ভারত যে তিন সপ্তাহের ছুটি পেয়েছে, তাতেই ক্রিকেটার এবং বাকি সদস্যরা ইচ্ছে মতো লন্ডনে ঘুরে বেড়িয়েছেন। আর সে কারণেই ভারতীয় দলেও করোনা সংক্রমণ ঘটেছে। উল্লেখ্য, পন্থ করোনায় আক্রান্ত হওয়ার কারণে টিমের সঙ্গে ডারহ্যাম যেতে পারবেন না। তবে বোর্ডের তরফে জানানো হয়েছে, সুস্থ হয়ে পন্থ টিমের সঙ্গে পরে যোগ দেবেন।