পুবের কলম ওয়েবডেস্কঃ সৌরভ গাঙ্গুলি নামটাই যথেষ্ট একজন ক্রিকেট প্রেমী মানুষের কাছে। কলকাতার বেহালায় একটি প্রতিষ্ঠিত পরিবারে জন্মগ্রহণ করে নিজের দেশ কে আন্তর্জাতিক দরবারে নিয়ে গিয়েছেন তিনি। যাকে এককথায় সবাই বাঙালীর গর্ব বলে। সালটা ১৯৯৬। ইংল্যান্ডের লর্ডসের মাঠে খেলতে নেমেছিলেন বেহালার একটা ছেলে। সেটাই ছিল তাঁর প্রথম টেস্ট ম্যাচ। আর প্রথম ম্যাচেই সারা বিশ্ব কে দেখিয়ে ছিলেন নিজের প্রতিভা। লর্ডসের মাঠে সেঞ্চুরি হাঁকানোর পর, তাঁর ব্যাট উচিয়ে দাঁড়িয়ে থাকার ছবি, ভারতের ক্রিকেট-প্রেমিদের ছবি আজও অমলিন।
২৫ বছর সেই স্মৃতি ফিরিয়ে আনলেন ডোনা গঙ্গোপাধ্যায়। সেই দিন লর্ডসের মাটিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের অনবদ্য কৃতিত্বকে কুর্নিশ জানালেন তিনি। সেদিনের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লিখলেন, ‘তোমার জন্য গর্বিত’। তিনি আরো বলেন যে,‘লর্ডসের মাটিতে সৌরভের টেস্ট অভিষেকের আজ ২৫ বছর। আজ এক অনবদ্য ক্রিকেটিয় কেরিয়ারের শুরুর দিন, যা আমি খুব কাছ থেকে প্রত্যক্ষ করেছি এবং আমি সত্যিই তোমার জন্য গর্বিত।’ভারতীয় জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক থেকে বিসিসিআই এর বর্তমান সভাপতি এবং উইসডেন ইন্ডিয়ার সভাপতি পথ টা কখনোই সহজ ছিল না। তাই আর তার সেই লর্ডের মাটিতে টেস্ট অভিষেকের জন্য মহারাজের সমস্ত অনুগামীরা তাঁকে সেলাম জানিয়েছেন।