পুবের কলম, ওয়েবডেস্ক: আজ ১ জুলাই চিকিৎসক দিবসে সমস্ত চিকিৎসকের উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চিকিৎসক দিবসে মোদি যোগাকে আরও গুরুত্ব দেওয়ার কথা বলেন। চিকিৎসকদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বক্তব্য, শরীর সুস্থ ও স্বাভাবিক রাখতে, যোগাকে মানুষের কাছে গবেষণার মাধ্যমে পৌঁছে দিতে হবে।
সম্প্রতি, অ্যালোপ্যাথি চিকিৎসা নিয়ে বিরূপ মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন যোগগুরু রামদেব। যোগগুরুর বিরুদ্ধে তোপ দেগে তার বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ এনে থানায় অভিযোগ দায়েরও করেন আইএমএ’র চিকিৎসকরা। এদিকে চিকিৎসক দিবসে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন বা আইএমএ আয়োজিত এই ভার্চুয়াল অনুষ্ঠানে যোগাকে গুরুত্ব দিয়ে নিয়মিত অভ্যাস চালিয়ে যাওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী।
এ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনা অতিমারিতে চিকিৎসকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে তাদের শ্রদ্ধা জানান। পাশাপাশি তিনি বলেন, অতিমারির মধ্যে মানুষ বুঝতে পারছেন, করোনা মুক্ত হওয়ার জন্য যোগা কতখানি গুরুত্বপূর্ণ। বর্তমানে অনেক আধুনিক চিকিৎসা পদ্ধতিতেও যোগাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। অনেকেই যোগা নিয়ে গবেষণায় মন দিয়েছেন।
প্রধানমন্ত্রীর দাবি ভারতীয়রা যোগাকে সহজে বুঝছেন, তাই চিকিৎসকদের উচিৎ এই বিষয়ে গবেষণা করে, বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে গোটা বিশ্বের মানুষের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া। এদিন প্রমাণ ভিত্তিক গবেষণার মাধ্যমে যোগার বিস্তার বাড়ানো সম্ভব কিনা তা নিয়ে, আইএমএ-র চিকিৎসকদের কাছে প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী।