পুবের কলম, ওয়েবডেস্ক: শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হলেন দীনেশ গুনাবর্ধনে। শুক্রবার রনিল বিক্রমাসিংহে তার নাম প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়া দীনেশ গুণাবর্ধনে দেশটির প্রাক্তন প্রেসিডেন্ট গোতাবায়া রাজপক্ষে পরিবারের মিত্র। শপথ শ্রীলঙ্কান পার্লামেন্টের জ্যেষ্ঠ সদস্য হিসেবে শপথ নিলেন তিনি।
প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়া ৭৩ বছর বয়সী দীনেশ গুণাবর্ধনেকে দেশটির প্রাক্তন প্রেসিডেন্ট গোতাবায়া রাজপাক্ষে তথা প্রভাবশালী রাজাপাক্ষে পরিবারের মিত্র বলেই জানা গেছে।
প্রেসিডেন্ট বিক্রমাসিংহের উপস্থিতিতে শুক্রবার শপথ নিলেন তিনি। শ্রীলঙ্কার শাসক দল পোডুজানা পেরামুনা (এসএলপিপি)-এর একজন প্রাক্তন মন্ত্রী দীনেশ গুণাবর্ধনে।
গত ১৫ জুলাই শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন রনিল বিক্রমাসিংহে। গত ২০ জুলাই অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনেও জয়ী হন তিনি। আর আজ নতুন প্রধানমন্ত্রী পেল শ্রীলঙ্কা।