পুবের কলম, ওয়েবডেস্ক: উত্তরবঙ্গের কেন্দ্রীয় মন্ত্রীরা কেউ বাংলা ভাগের দাবি তুললে রাজ্য বিজেপি তাঁর বিরুদ্ধে দিল্লিতে নালিশ জানাবে। নাম না-করে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘বিজেপি পশ্চিমবঙ্গ ভাগের বিরুদ্ধে। এটাই দলের অবস্থান। যদি কেন্দ্রে মন্ত্রী হয়েও জন বার্লা বা কেউ এমন কিছু বলেন, তবে আমাদের দলের উপর তলায় তা জানাতে হবে।’’ কাকে জানাবেন? দিলীপবাবুর জবাব, ‘‘দল এবং সরকার, দু’দিকেই বলব।’’ একই সঙ্গে অবশ্য তাঁর বক্তব্য, ‘‘উত্তরবঙ্গের দাবিদাওয়া নিয়ে বার্লা সরব হতেই পারেন। সেটাই বিজেপির সাংসদ, বিধায়কদের পক্ষে স্বাভাবিক।’’
বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পরেও জন বার্লা উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার দাবি থেকে সরেননি। আলাদা রাজ্যের পক্ষে আগে সওয়াল করেছিলেন কেন্দ্রের বর্তমান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক।