পুবের কলম, ওয়েবডেস্ক: দুই বছরের লোনে রিয়াল মাদ্রিদের অ্যাটাকিং মিডফিল্ডার ব্রাহিম দিয়াজকে দলে টেনেছে এসি মিলান। এদিন এক বিবৃতিতে ২১ বছর বয়সী এই স্প্যানিয়ার্ডকে দলে টানার কথা জানায় সিরি এ দলটি। গত বছরের সেপ্টেম্বরে ওই মরশুমের জন্য লোনে মিলানে যোগ দিয়েছিলেন দিয়াজ। সব প্রতিযোগিতা মিলিয়ে ২০২০-২১ মরশুমে ক্লাবের হয়ে ৩৯ ম্যাচে করেন সাত গোল। ১০ নম্বর জার্সিতে আগামী দুই মরশুমও তাকে দেখা যাবে স্তেফানো পিওলির দলে। এর আগে ২০১৯ সালের জানুয়ারিতে ম্যানসিটি থেকে রিয়ালে যোগ দেওয়া দিয়াজ লা লিগার সফলতম দলটির হয়ে সব প্রতিযোগিতা মিলে ২১ ম্যাচ খেলে করেন দুই গোল। জিনেদিন জিদানের দলের হয়ে লা লিগা জয়ের স্বাদও পেয়েছেন তিনি। দলের বেশ কয়েকজন সদস্য কোভিড-১৯ টেস্টে পজিটিভ হওয়ায় গত জুনে স্পেন সিনিয়র দলে ডাক পেয়েছিলেন দিয়াজ। আন্তর্জাতিক ফুটবলে তার অভিষেক হয় লিথুয়ানিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে। ৪-০ ব্যবধানে জয় পাওয়া ম্যাচটিতে গোলও করেছিলেন তিনি।