পুবের কলম, ওয়েবডেস্ক: মেঘভাঙা বৃষ্টি ও হড়পা বানের জেরে বিপর্যস্ত হিমাচল প্রদেশের ধরমশালা। আটকে পড়েছে বহু পর্যটক। রাজ্যের সবচেয়ে ক্ষতির মুখের পড়েছে বাগশু নাগ অঞ্চল। কাংড়া জেলা থেকে এখনও পর্যন্ত দুজন ব্যক্তির কোনও খোঁজ মিলছে না বলে জানিয়েছন ডেপুটি কমিশনার নিপূণ জিন্দাল। জলবন্দি অঞ্চল। জলের তোড়ে ভেসে গেছে গাড়ি, ভেঙে পড়েছে গাড়ি। বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে প্রশাসনের তরফে। পরিস্থিতি মোকাবিলায় তৈরি রয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।
ধর্মশালা থেকে ৫৮ কিলোমিটার দূরে কাংড়া জেলা ও এই অঞ্চলের হোটেলগুলিতেও বহু পর্যটক আটকে পড়েছেন। কয়েকদিনের গরম আবহাওয়ার পরেই এই এই জলবায়ুর পরিবর্তন।
রবিবার উত্তর ভারতের আরও কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাত হয়েছে এবং বজ্রপাতে রাজস্থান এবং উত্তরপ্রদেশে কমপক্ষে দু’জনের প্রাণহানি হয়েছে। আইএমডি জানিয়েছে যে, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় ও দিল্লি, গুজরাট অঞ্চল, মধ্য মহারাষ্ট্র, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং ইয়ানাম, তেলেঙ্গানা, উপকূলীয় অঞ্চল এবং দক্ষিণ অভ্যন্তর কর্ণাটক, কেরল এবং বিচ্ছিন্ন জায়গায় খুব ভারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। মাহে এবং তামিলনাড়ু, পুডুচেরি এবং করাইকাল বৃষ্টির সম্ভাবনা আছে।