পুবের কলম, ওয়েবডেস্ক: মহেশতলায় ভয়াবহ অগ্নিকাণ্ড। পুড়ে ছাই কেমিক্যাল গোডাউনের কারখানা। ওই কারখানায় স্যানিটাইজার তৈরি হত বলে জানা গেছে। মঙ্গলবার ব্যস্ততম সময়ে মহেশতলার পালান ইন্ড্রাস্ট্রিতে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে। ঘটনাস্থলে দমকলের ৮ টি ইঞ্জিন। বেলা বেলা ১১:৪৫টা মহেশতলার এই কারখানা থেকে দাউ দাউ করে আগুনে লেলিহান শিখা দেখে আশেপাশে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রায় আড়াই ঘন্টা ধরে জ্বলছে আগুন। ক্রমশ আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ছে। আগুনে বীভৎসতা এতটাই, যে তা আশেপাশের আরও দুটি কারখানায় ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলে দমকলমন্ত্রী সুজিত বসু। দমকলের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। গোটা এলাকা কালো ধোঁয়ায় ভরে গেছে।
প্রত্যক্ষদর্শীদের কথায়, ওই কেমিক্যাল ফ্যাক্টরিতে দুটি ভয়াবহ বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়। তাতে পাঁচ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। কারখানার ভিতরে থাকা দাহ্য পদার্থ থেকে এই আগুন লেগেছে, বলে প্রাথমিক তদন্তে দমকলের অনুমান। গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ ও দমকল বাহিনী।