পুবের কলম ওয়েবডেস্কঃ এই মুহূর্তে করোনার দ্বিতীয় ঢেউ চলছে সারা দেশ জুড়ে। মৃত্যু মিছিল আর তার সঙ্গে নজিরবিহীন সংক্রমণ। এরই মাঝে চোখ রাঙাচ্ছে তৃতীয় ঢেউয়ের আতঙ্ক।
বিশেষজ্ঞদের আশঙ্কা, করোনার নয়া ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের কারণেই আসতে পারে তৃতীয় তরঙ্গ। ইতিমধ্যেই গোটা বিশ্বের ২০০ জন সংক্রমিতের মধ্যে ৩০টি কেস ভারতের। কাজেই, ভবিষ্যতে এই ভ্যারিয়েন্ট ব্যাপক প্রভাব ফেলতে পারে মনে করা হচ্ছে।
স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারতে ৩০ টি ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট সংক্রমণের হদিশ মিলেছে। এর মধ্যে ১৬ টি মহারাষ্ট্রের, বাকি ঘটনাগুলি মধ্যপ্রদেশ এবং কেরালায়। স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ জানিয়েছেন যে, ভারতে যে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট পাওয়া গেছে তা অন্যান্য নয়টি দেশে পাওয়া ভ্যারিয়েন্টগুলোর মধ্যে অন্যতম।
স্বাস্থ্য মন্ত্রক এটিকে ‘ভ্যারিয়েন্ট অফ কনসার্ন’ বলে অভিহিত করেছে। ডেল্টা প্লাসে ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এটি সহজেই ফুসফুসের কোষগুলিকে অবরুদ্ধ করে, এবং অ্যান্টিবডি দ্রুত হ্রাস করে।
আরও জানা যাচ্ছে ভারত ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র,ব্রিটেন,পর্তুগাল, সুইজারল্যান্ড, জাপান, রাশিয়া প্রভৃতি দেশে সন্ধান মিলছে এই ডেল্টা ভ্যারিয়েন্টের।