পুবের কলম, ওয়েবডেস্ক: ছাত্রমৃত্যুর ঘটনায় ‘যাদবপুর বাঁচাও মহামিছিল’-এর ডাক দিয়েছিল বিজেপির যুব মোর্চা। সেই মিছিল থেকে ‘গোলি মারো’ স্লোগান দিয়েছিলেন বিজেপি কর্মীরা। এবার সেই ‘গোলি মারো’ স্লোগান নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশ মঞ্চ থেকে হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, “গোলি মারো বলছে। দিল্লি করবে ভেবেছে। এটা উত্তরপ্রদেশ না। আমার স্বপ্ন হারিয়ে গিয়েছে। দেখি কত বড় সাহস। মার গোলি”। যারা এই স্লোগান দিয়েছেন তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সবাইকে গ্রেফতার করার নির্দেশও দিলেন তিনি।
‘লাল-হলুদ মিলে গিয়েছে’ বলেও বিরোধীদের তোপ দাগেন মমতা। তিনি বলেন, “আমি পুলিশকে কড়া নির্দেশ দিচ্ছি যে ছাত্র যেখানে পড়ে, সেখানে কলেজ করবে। বাইরের কেউ যেন গুণ্ডামি করতে না পারে। যাদবপুরে বিক্ষোভ দেখাও, বিচার চাও। কিন্তু এটা বিচার চাওয়ার পদ্ধতি নয়। গোলি মারার অধিকার কারও নেই”। উল্লেখ্য, যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায় শুক্রবার ‘যাদবপুর বাঁচাও মহামিছিল’-এর ডাক দিয়েছিল বিজেপির যুব মোর্চা। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে গোলপার্ক থেকে যাদবপুর এইটবি বাস স্ট্যান্ড পর্যন্ত এই মিছিল হয়। সেই মিছিল থেকেই ‘গোলি মারো’, ‘জুতো মারো’ স্লোগান দেওয়া হয়।