পুবের কলম ওয়েবডেস্কঃ লেফটেন্যান্ট গভর্নর (এলজি) অনিল বাইজাল জাতীয় সুরক্ষা আইন (এনএসএ)–এর আওতায় দিল্লি পুলিশ কমিশনারকে জরুরি ভিত্তিতে আটক করার ক্ষমতা দিয়েছেন বলে এক নোটিশে জানানো হয়েছে। সূত্রের খবর, যদি কর্তৃপক্ষ মনে করে যে কোনও ব্যক্তি জাতীয় সুরক্ষার জন্য ক্ষতিকর বা হুমকি স্বরূপ, তবে তাকে একমাসের জন্য প্রতিরোধমূলক আটক করা যেতে পারে।উল্লেখ্য,নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে দিল্লিতে যে প্রতিবাদ-বিক্ষোভের সূচনা হয়, তার পরেই এই আইন নিয়ে আসা হয়।বর্তমানে দিল্লিতে ৩টি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষকদের সমাবেশ ও অবস্থান বিক্ষোভ অব্যাহত রয়েছে।
এই আইন জারির সুবাদে জাতীয় নিরাপত্তার পক্ষে বিপজ্জনক মনে করলে যে কোনও ব্যক্তিকে দীর্ঘ দিনের জন্যও আটক করতে পারে পুলিশ। শুধু তাই নয়, ১০ দিন গ্রেফতারের কারণ সম্পর্কে সংশ্লিষ্ট ব্যক্তিকে না জানানোর ক্ষমতাও দেওয়া হয়েছে পুলিশকে।
বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বিশদে না জানানো হলেও কেন্দ্রীয় সরকারের এক আধিকারিক জানিয়েছেন, প্রশাসনের এই পদক্ষেপ নিয়মিত কার্যক্রমের অংশ এবং সময় অনুযায়ী তা পুনর্নবীকরণ করা হয়ে থাকে।
শনিবার দিল্লির লেফটেন্যান্ট গভর্নররের দফতর থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘১৯৮০ সালের জাতীয় নিরাপত্তা আইনের ৩ নম্বর ধারার (৩) উপধারা ও ২ নম্বর ধারার (সি) উপধারায় লেফটেন্যান্ট গভর্নর ১৯ জুলাই থেকে ১৮ ই অক্টোবর পর্যন্ত দিল্লি পুলিশ কমিশনারকে উল্লিখিত আইনের (২) উপধারা ও ৩ নম্বর ধারা প্রদত্ত ক্ষমতাবলে আটক করার অনুমোদন জারি করছেন।’
যদিও এই মাসের শুরুতে, দিল্লির পুলিশ কমিশনার বালাজি শ্রীবাস্তব স্বাধীনতা দিবস উদযাপনের আগে ড্রোন, প্যারাগ্লাইডার এবং হট এয়ার বেলুনের মতো উড়ানের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন। কর্মকর্তারা অবশ্য বলেছেন, সুরক্ষার কারণে দিল্লি পুলিশের বিশেষ আদেশটি ১৬ জুলাই থেকে ১৬ আগস্ট পর্যন্ত ৩২ দিনের জন্য জাতীয় রাজধানীতে কার্যকর থাকবে।
প্রসঙ্গত, ২০১৯ সালের অগস্ট মাসে সংবিধানের ৩৭০ ধারা রদ হওয়ায় সদানীন্তন জম্মু ও কাশ্মীর রাজ্যকে ভেঙে দু’টি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করার পরে জম্মু ও কাশ্মীর অঞ্চলে জাতীয় নিরাপত্তা আইন (এনএসএ) জারির মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়। তার জেরে জাতীয় নিরাপত্তার স্বার্থে উপত্যকায় যে কোনও ব্যক্তিকে গ্রেফতারের অমনুমোদন পায় সশস্ত্র বাহিনী।
আগেই এই আইনের তীব্র সমালোচনা করে এআইএমআইএমের প্রধান আসাদউদ্দিন ওয়েইসি জানিয়েছেন যে কেন্দ্রীয় সরকার দিল্লি পুলিশকে জাতীয় সুরক্ষা আইন (এনএসএ) এর অধীনে আটক করার ক্ষমতা দিয়েছে। তিনি টুইটে বলেন, ‘কেন্দ্রকে খুশি করতে দিল্লি পুলিশ নিজেদের এই ইচ্ছাকে জাহির করছে। পুলিশকে কঠোর এনএসএর আওতায় আটক করার ক্ষমতা দেওয়া হয়েছে।’