“রামের নাম না নিলে তাড়ানো হবে দেশ থেকে ” বিজেপি বিধায়কের হুমকি তে দানা বাঁধছে বিতর্ক
পুবের কলম ওয়েবডেস্কঃ জো রাম কা নাম না লে উসকো, ভারত সে ভাগনা হ্যায়।” (যারা ভগবান রামের নাম জপ করে না, তাদের ভারত থেকে তাড়িয়ে দেওয়া দরকার।) রামনবমীর দিন এই ধরনের স্লোগান উঠল বিজেপি বিধায়ক রাজা সিংয়ের শোভাযাত্রা থেকে।
রবিবার রামনবমীর দিন দেশজুড়ে দেখা গেল হিন্দুত্ববাদীদের আস্ফালন। একইভাবে গোশামহল থেকে বিজেপি বিধায়ক রাজা সিংয়ের নেতৃত্বে বের রাম নবমীর মিছিল।হিন্দু আধিপত্য প্রতিষ্ঠার আহ্বানের পাশাপাশি উঠল হিন্দুত্বের স্লোগান। দুপুর ২টায় গঙ্গাবৌডির রানি অবন্তী ভবনের সামনে থেকে শুরু হয় রামনবমীর শোভাযাত্রা।
“হর মিনার পে লাগায়েঙ্গে হিন্দু কা ঝান্ডা” (প্রতিটি স্তম্ভে হিন্দু পতাকা থাকবে), সেইসঙ্গে ছিল “তলওয়ার উঠেয়াগা” (তলোয়ার তোলা হবে) এর মতো স্লোগান ওঠে শোভাযাত্রা থেকে।
প্রায় ৩০০০ মানুষ এই শোভাযাত্রায় অংশ নেয়। গেরুয়া দলের মদতপুষ্ট সংগঠন যুব ক্ষত্রিয় নব যুবক জাগ্রত সমিতি ছিল এই শোভাযাত্রার পুরোভাগে।
হিন্দুত্ববাদী ডিজে কার্তিক রাজা সিংয়ের এই শোভাযাত্রায় অংশ নেয়। একটি অখন্ড হিন্দুত্ববাদী রাষ্ট্র গঠনই যে তাদের লক্ষ সেটাও স্পষ্ট করে দেওয়া হয় এই মিছিল থেকে। এরসঙ্গে রাজা সিং এর শোভাযাত্রা থেকে ছিল সংখ্যালঘু দের জন্য প্রচ্ছন্ন হুমকিও।
“কাশি অর মথুরা মে ভি ঝান্ডা আব লেহরানা হ্যায় এই গানের সঙ্গে নাচতে দেখা যায় রাজা সিং। ‘হিন্দু বিরোধিতা কো আব খুন কে আসু রুলানা হ্যায়।” (হিন্দু ধর্মের শত্রুদের চোখের জল ফেলতে হবে) এমন সব স্লোগান ওঠে শোভাযাত্রা থেকে।
পুলিশ কমিশনার সিভি আনন্দ জানিয়েছেন মিছিলের ভিডিও করার জন্য ড্রোনও ব্যবহার করা হয়েছে।