পুবের কলম,ওয়েবডেস্ক: আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মানিকতলার বিধায়ক সাধন পান্ডে। তাঁকে রাখা হয়েছে ভেন্টিলেশনে। পরিবার সূত্রে জানা যাচ্ছে বিগত কয়েকদিন ধরেই কাশি ও ফুসফুসের সমস্যায় ভুগছিলেন এই প্রবীণ বিধায়ক। শুক্রবার তিনি বাড়িতেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এরপর প্রায় অচৈতন্য অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে ভেন্টিলেশনে দেওয়ার সিন্ধাম্ত নেন। গত এপ্রিলেও একই রকম অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সাধনবাবু। বেশ কিছুদিন চিকিৎসার পর তিনি সুস্থ হন।