পুবের কলম ওয়েবডেস্ক : বিজেপিশাসিত উত্তরপ্রদেশের আলীগড় জেলায় হত্যার এক চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে। যেখানে দুর্বৃত্তরা প্রথমে এক দলিত যুবককে গম চুরির অভিযোগ এনে মারধর করে। তারপরে বৈদ্যুতিক খুঁটিতে দাঁড় করিয়ে তার শার্ট দিয়ে তাকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করেছে। অভিযুক্তরা উচ্চবিত্ত শ্রেণীর লোক বলে জানা গেছে। তারা ওই ভয়াবহ অপরাধযজ্ঞ চালিয়ে পালিয়ে গেছে।
ভয়াবহ ওই ঘটনাটি আলীগড় থানার হারদুয়াগঞ্জ এলাকার, যেখানে দুর্বৃত্তরা নগরিয়া ভূদ গ্রামে বসবাসরত রবীন্দ্র পাল নামে এক দলিত যুবককে গম চুরি করার অভিযোগ এনেছিল। এরপরে, তাকে বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে লাথি, ঘুষিসহ ব্যাপকভাবে মারধর করে। এমনকি ওই তাণ্ডবকারীদের এতেও মন না ভরায় তারা আধমরা ওই দলিত যুবককে বৈদ্যুতিক খুঁটিতে দাড় করিয়ে তার শার্ট দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। ঘটনাস্থলেই প্রাণ হারান ওই দলিত যুবক।
এদিকে, দলিত যুবক রবীন্দ্র পালকে হত্যার পরে দুর্বৃত্তদের পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আগুনের মতো দলিত যুবক হত্যার খবর গ্রামে ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে প্রচুর সংখ্যক মানুষজন জড়ো হয়। নিহতের পরিবার পুলিশকে ছেলের হত্যার কথা জানিয়েছেন। ভারী পুলিশ বাহিনীসহ পুলিশের আধিকারিকরা গ্রামে পৌঁছে মৃতদেহটি দখলে নিয়ে পোস্টমর্টেমের জন্য পাঠান।
পুলিশ সুপার (গ্রামীণ) শুভম প্যাটেল হত্যাকারীদের সন্ধানের জন্য পুলিশের ৬ টি টিম গঠন করেছেন। নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে হারদুয়াগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ গভীর রাতে ওই মামলায় দলিত যুবক হত্যার মূল আসামি ঠাকুর রাজ বাহাদুর সিংকে গ্রেফতার করেছে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে। অন্য অভিযুক্তদের সন্ধানে তল্লাশি অভিযান চলছে।