পুবের কলম ওয়েবডেস্ক: আগামী ১লা মার্চ থেকে মিলবে দুই কিস্তির মহার্ঘভাতা। সব মিলিয়ে বাড়লো ৬ %। শুক্রবার নবান্ন থেকে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
২০২১ সালের জানুয়ারি মাসে ৩ শতাংশ মহার্ঘ ভাতার ঘোষণা করে রাজ্যসরকার। আরও ৩ শতাংশ যুক্ত হয়েছে চলতি বছরের বাজেটে। তাই সবমিলিয়ে মার্চ মাস থেকে ৬ শতাংশ হারে ডিএ পাবেন কর্মীরা।
নবান্ন থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি কর্মচারী, সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান, সরকার অনুমোদিত স্বশাসিত সংস্থা, সরকার অধিগৃহীত সংস্থা, পঞ্চায়েত কর্মী, পুরসভা, পুর নিগম এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্য ডিএ ঘোষণা করছে রাজ্য সরকার।
তবে এরপরও ক্ষোভের আগুন নেভেনি ডিএ এর জন্য আন্দোলনরত সরকারি কর্মীদের একাংশের।
এর আগে ডিএ এর দাবিতে ২০ ও ২১ ফেব্রুয়ারিতে কর্মবিরতি পালন করেন সরকারিকর্মীদের একাংশ।
ডিএ-র দাবিতে আগামী ১০ মার্চ প্রশাসনিক ধর্মঘটের ডাকও দিয়েছেন তাঁরা। নবান্নের বিজ্ঞপ্তি জারির পরেও নিজেদের অবস্থানে অনড় রয়েছে বেশির ভাগ কর্মচারী সংগঠন।