পুবের কলম ওয়েবডেস্ক: রোড সেফটি অর্গানাইজেশন এর ভুয়ো অফিসের হদিশ মিলল তারকেশ্বরে। অফিস সিল করে দুজনকে আটক করে তারকেশ্বর থানার পুলিশ। আজ সকালে মেমরির পালসিটের একটি হোটেলে প্রোগ্রাম চলাকালীন ওই ভুয়ো সংস্থার আট জনকে গ্রেফতার করে পুলিশ। জানা গেছে, প্রতারণা চক্রের জাল বিছানো ছিল গোটা রাজ্যজুড়ে। রাজ্যপালের দেওয়া শংসা পত্র দেখিয়ে চলত প্ৰতারণা। এরকমই একটি ভুয়ো অফিসের হদিশ মিলল তারকেশ্বরের বৈদ্যপুর এলাকায়। তারকেশ্বর বৈদ্যবটি রোড থেকে একশো মিটার দূরে বৈদ্যপুর এলাকায় একটি দোতলা বিল্ডিংয়ের সামনেই রোড সেফটি অর্গানাইজেশনের বড় বোর্ড লাগিয়ে চলতো প্ৰতারণা।
এরকমই একটি ভুয়ো অফিসের হদিশ মিলল তারকেশ্বরের বৈদ্যপুর এলাকায়। তারকেশ্বর বৈদ্যবটি রোড থেকে একশো মিটার দূরে বৈদ্যপুর এলাকায় একটি দোতলা বিল্ডিংয়ের সামনেই রোড সেফটি অর্গানাইজেশনের বড় বোর্ড লাগিয়ে চলতো প্ৰতারণা।
স্থানীয়দের দাবি গত ছয় মাস ধোরে প্রতিদিন ৫০ থেকে ৬০ জন ছেলেকে এখানে ট্রেনিং দেওয়া হতো।তবে কেউই স্থানীয় নয়। বাঁকুড়া, বীরভূম মেদিনীপুর থেকে ট্রেনিংয়ের জন্য আসতো ছেলেরা। স্থানীয়রা আরও জানান, গত কাল সন্ধ্যায় ওই অফিসে ব্যাপক গন্ডগোল শুরু হয়।কি কারণে গন্ডগোল তা তারা জানেন না। আজ দুপুরে পুলিশ গিয়ে তালা ভেঙে অফিসের ভিতর থেকে দুজনকে আটক করে পুলিশ।