পুবের কলম ওয়েবডেস্ক ,বসিরহাট: তৃতীয়বারের জন্য তৃণমূল কংগ্রেসের সরকারকে স্বাগত জানিয়ে রাজ্যের সার্বিক উন্নয়নের শরিক হতে দিকে দিকে সিপিএম কংগ্রেস বিজেপি থেকে কর্মী-সমর্থকদের তৃণমূল কংগ্রেসে যোগদানের হিড়িক চলছে। বাদ নেই বসিরহাটের বাদুড়িয়া – স্বরূপনগর এলাকাও। রবিবার বিকেলে বাদুড়িয়ার রামচন্দ্রপুর বাজারে রামচন্দ্রপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মহাসীন মন্ডলের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের এক সভায় যোগদান করলো সিপিএম, কংগ্রেস , বিজেপি ও আইএসএফ থেকে আসা কয়েকশো কর্মী সমর্থক। রামচন্দ্রপুর উদয় গ্রাম পঞ্চায়েতের খাসপুর ও রামচন্দ্রপুরের বেশ কয়েকটি বুথের বিভিন্ন দল থেকে আসা কর্মী-সমর্থকেরা এদিন তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নেয়। খাসপুর ২১০নম্বর বুথের পূর্ণেন্দু রায়ের নেতৃত্বে বিজেপি থেকে ১০০ জন, ২১১ নম্বর বুথে খোকন মন্ডল এর নেতৃত্বে ৯০ জন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন । রামচন্দ্রপুর ২১২ নম্বর বুথে শৈলেন ঘোষের নেতৃত্বে সিপিএম ও বিজেপির ১০০ জন তৃণমূূলে যোগ দেয়। ওই বুুথের আলম মন্ডল ও ইয়াসিন মণ্ডলের নেতৃত্বে কংগ্রেস ওআইএসএফ ছেড়ে ৫০ জন, রামচন্দ্রপুর ২০৯ নম্বর বুথে রাজীব মন্ডল, শম্ভু মন্ডল ও গফফার মন্ডল এর নেতৃত্বে বিজেপি ও আইএসএফ ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন কর্মী সমর্থকরা। এদের হাতে পতাকা তুলে দেন স্বরূপনগর বিধানসভার বিধায়ক বীণা মন্ডল, বাদুড়িয়ার বিধায়ক কাজী আব্দুর রহিম দিলু , তৃণমূল কংগ্রেসের স্বরূপনগর দক্ষিণ ব্লক সভাপতি কিঙ্কর মন্ডল,পশ্চিম ব্লক সভাপতি নারায়ণ চন্দ্র কর স্বরুপনগর পঞ্চায়েত সমিতির সভাপতি সঙ্গীতা কর, বাদুড়িয়া টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি সুভাষ সাহা, সংখ্যালঘু সেলের সভাপতি শাহনওয়াজ সরদার। সদ্য তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়াা কর্মী-সমর্থকরা জানায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমুুখী কর্মযজ্ঞ রাজ্যের মানুষের কাছে সম্মান ও সমাদর পেয়েছে। আগামী দিনে তাকে আমরা জাতীয় নেত্রী হিসেবে দেশেের মসনদে দেখতে চাই। তাই রাজ্যের উন্নয়ন এর পাশাপাশি দেশ থেকে বিজেপিকে উৎখাত করতে তৃণমূল কংগ্রেসে সামিল হলাম।