পুবের কলম, ওয়েবডেস্ক: গোমাতাকে জাতীয় পশু হিসাবে ঘোষণা করার কোনও পরিকল্পনা কি সরকারের আছে? সংসদে এমনই প্রশ্ন তুলেছেন বিজেপি সাংসদ ভগীরথ চৌধুরী। পাশাপাশি তিনি যুক্তি দেখিয়েছেন, গরু হল ভারতীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ। সেক্ষেত্রে জাতীয় পশু হিসাবে গণ্য করা হলে গরুকে রক্ষা করাটা আরও সহজ হত। সনাতন সংস্কৃতিকেও রক্ষা করা যেত।
বিজেপি সাংসদের প্রশ্নের জবাব দিয়েছেন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী জি কিষান রেড্ডি। তিনি সংসদে স্পষ্টভাবে জানিয়ে দিলেন, আমাদের জাতীয় পশুর নাম বাঘ। সেক্ষেত্রে গরুকে জাতীয় পশু হিসাবে ঘোষণা করার কোনও অভিপ্রায় কেন্দ্রীয় সরকারের নেই। সোমবার সংসদে কেন্দ্রীয় মন্ত্রী আরও জানিয়েছেন, ভারত সরকার জাতীয় পশু হিসাবে বাঘ ও জাতীয় পাখি হিসাবে ময়ুরের নাম ঘোষণা করেছে। এই দুটি পশুপাখিকে সিডিউলড ১ অ্যানিম্যাল অফ দ্য ওয়াইল্ড লাইফ( প্রটেকশন) অ্যাক্ট ১৯৭২ হিসাবে ঘোষণা করা হয়েছে।
অন্যদিকে, আরও একটি প্রশ্ন করা হয়েছিল, ইলাহাবাদ হাইকোর্ট ও জয়পুর হাইকোর্ট কি গোমাতাকে জাতীয় পশু হিসাবে ঘোষণা করার ক্ষেত্রে কোনও নির্দেশ দিয়েছিল? সেই প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন গোটা বিষয়টি সংশ্লিষ্ট রাজ্যের উপর নির্ভর করছে।