পুবের কলম, ওয়েবডেস্ক: তারাপীঠ কিংবা কঙ্কালীতলায় যেতে হলে এবার থেকে বাধ্যতামূলক করা হল করোনা পরীক্ষা। বীরভূমের তিনটি জায়গায় করা হয়েছে কিয়স্ক রামপুরহাট মহকুমা ৬টি চেক পয়েন্টে করা হবে করোনা পরীক্ষা পরীক্ষার রিপোর্ট পজিটিভ হলে তাকে আইসোলেশন করা হবে। তারাপীঠের মত কঙ্কালীতলা ও শান্তিনিকেতনেও থাকছে কিয়স্ক। কোভিড টেস্ট এর পাশাপাশি করা হবে ভ্যাকসিনেশন। সংক্রমণ রুখতে প্রত্যেক জায়গাতেই করা হচ্ছে কড়াকড়ি। তবে উৎসবের আবেগে যাতে সংক্রমণ ছড়িয়ে না পড়ে তার জন্য সদা তৎপর প্রশাসন। এবারে কঙ্কালীতলা, তারাপীঠ ও শান্তিনিকেতনেও কড়া বিধি নিষেধ জারি করেছে বীরভূম জেলা প্রশাসন। সেকেন্ড ওয়েভের পরে থার্ড ওয়েভের আশঙ্কা ইতিমধ্যেই প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। যাতে ফের এক পরিস্থিতি তৈরি না হয় তাই জেলা প্রশাসনের এই সিদ্ধান্ত বলে জানা গেছে।