পুবের কলম ওয়েবডেস্কঃ শনিবার থেকে ত্রিপুরায় ফের বাড়নো হল কোভিড কার্ফুর মেয়াদ।রাজ্য প্রশাসন সূত্রের খবর আগামী একসপ্তাহ ত্রিপুরায় জারি থাকবে কোভিড কার্ফু। ত্রিপুরার রাজধানী আগরতলার পাশাপাশি রাজ্যের ৯টি জায়গায় জারি থাকবে কোভিড কার্ফু। প্রশাসন সূত্রে জানা যাচ্ছে রানিবাজার,মিউনিসিপ্যাল কর্পোরেশান, , জিরানিয়া নগর পঞ্চায়েত ,আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশান, উদয়পুর কোভিড কার্ফু জারি থাকবে।
সরকারি নির্দেশিকায় আরওমিউনিসিপ্যাল কর্পোরেশান, কৈলাশনগর মিউনিসিপ্যাল কাউন্সিল, ,পানিসাগর নগর পঞ্চায়েত, ধর্মনগর মিউনিসিপ্যাল কাউন্সিল, খোয়াই মিউনিসিপ্যাল কাউন্সিল এবং বেলোনিয়া মিউনিসিপ্যাল কাউন্সিল এলাকায় ৯ জুলাই পর্যন্ত বলা হয়েছে ৩রা জুলাই থেকে ৯ জুলাই পর্যন্ত৬ এই কার্ফু জারি থাকবে। অন্যদিকে ত্রিপুরায় গত ২৪ ঘন্টায় ৪০৯টি সংক্রমণের ঘটনা ঘটেছে।মারাগিয়েছেন ২জন। উল্লেখ্য উত্তর পুর্বাঞ্চলের রাজ্যগুলির করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে আসার কথা রয়েছে কেন্দ্রীয় বিশেষজ্ঞ দলের। সংক্রমণ কমাটে কিকি ধরনের পদক্ষেপ নেওয়া দরকার তারই নির্দেশিকা দেবেন বিশেষজ্ঞরা। এর পাশাপাশি খতিয়ে দেখা হবে রাজ্যের টিকাকরণ পরিস্থিটি সহ রাজ্যের সামগ্রিক করোনা মোকাবিলার পরিকাঠামোও।