পুবের কলম ওয়েবডেস্কঃ কয়েকদিন আগে ফ্রান্সের হয়ে প্রায় সাড়ে পাঁচ বছর পর আন্তর্জাতিক ফুটবলে নেমেছিলেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা করিম বেঞ্জেমা। চলতি মরসুমে অনেক প্লেয়ার রিয়াল ছাড়লেও বেঞ্জেমাকে রেখে দিয়েছে রিয়াল মাদ্রিদ। কয়েকদিন পরেই শুরু হতে চলেছে স্প্যানিশ লা লিগা। আর তার আগেই দুঃসংবাদ রিয়াল মাদ্রিদ শিবিরে। করোনা আক্রান্ত হলেন রিয়াল তারকা করিম বেঞ্জেমা। ৩৩ বছর বয়সী এই স্ট্রাইকারকে আপাতত আইসোলেশন এ রাখা হয়েছে। যতক্ষণ না তার কোভিড রিপোর্ট পজিটিভ আসবে ততদিন তিনি দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে পারবেন না। যদিও এর থেকে বিশদে আর কিছু জানায়নি রিয়াল মাদ্রিদ টিম কর্তৃপক্ষ।