ইনামুল হক, বসিরহাটঃ দলীয় কার্যালয় দখলকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ঘটনায় ছড়ানোর অভিযোগ রয়েছে শাসক দল সহ বিরোধী দলগুলির বিরুদ্ধে। কিন্তু এক অন্যরকম ছবি দেখা গেল বসিরহাটে। বসিরহাট ১ ব্লকের পিফা গ্রাম পঞ্চায়েতের পিফা এলাকায় দীর্ঘদিন ধরে আছে সিপিএমের কৃষক সভার একটি কার্যালয়। ১৯৮৫ সালে এই পার্টি অফিস তৈরি হয় । সিপিএম এই অফিসে দলীয় কার্যকলাপ করে আসতো। কিন্তু সময়ের সাথে সাথে বামফ্রন্টের ক্ষমতা খর্ব হয়েছে। বন্ধ হয়ে যায় দলীয় অফিস ।তৃণমূল কর্মীদের সাথে এক প্রকার সমঝোতা করে প্রশাসনের সহযোগিতায় দলীয় কার্যালয় খোলার সুযোগ পেল সিপিএম। তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শাহানুর মন্ডল, বসিরহাটের দক্ষিণ বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জির নেতৃত্বে বসিরহাট থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সুরিন্দর সিং সহ পুলিশ আধিকারিকদের সামনে রেখে সিপিএমের পার্টি অফিস নিজে হাতে খুলে দেন তারা। বসিরহাট এক নম্বর ব্লক সভাপতি শাহানুর মন্ডল, বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জিদের সঙ্গে সোমবার বিকেল বেলা উত্তর ২৪ পরগনা সিপিএম জেলা কমিটির সদস্য রাজু আহমেদ, সুধাংশু শীল, শহিদুল ইসলামরা পার্টি অফিসের মূল গেটে হাজির ছিলেন। সিপিএম নেতারা লাল মিষ্টি ও লাল ফুলের শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে পার্টি অফিসে ঢোকেন। আগামী দিনে সরকারের উন্নয়ন ও গঠনমূলক কাজে সর্বাধিক ভাবে পাশে থাকবেন বলে সিপিএম নেতারা জানিয়েছে। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু যেভাবে প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেছেন তাতে তারা দলীয় কার্যালয় কে খুলে দেওয়ার প্রসঙ্গে স্থানীয় তৃণমূল নেতাদের প্রশংসা করেছেন। পাশাপাশি গঠনমূলক কাজে সর্বাধিক পাশে থাকার কথা বলেন। বাংলার মানুষ জাতপাতের রাজনীতি মানেন না সেটাও আরো একবার সিপিম নেতারা বুঝিয়ে দিলেন। ২০২১সালে তৃণমূল কংগ্রেস ব্যাপক জনসমর্থন নিয়ে ক্ষমতায় এসেছে তাও এদিন তাদের মুখে শোনা গেল।