দেবশ্রী মজুমদার, নলহাটিঃ অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দুর্নীতির ফাঁসে এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে নলহাটি ২ ব্লকের নওয়াপাড়া গ্রামে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ফের রূপশ্রী প্রকল্পের জালায়াতির ঘটনা জেলা প্রশাসনের নজরে। এবার উপভোক্তা নয় অথচ রূপশ্রীর সরকারি টাকা চ্যা নেল হয়ে বেরিয়ে গেল অন্য। খাতে। ব্লক অফিস যুক্ত না থাকলে তা কি করে সম্ভব, প্রশ্ন তুলছেন অনেকেই। এব্যা়পারে মুখে কুলুপ আধিকারিকের। বিডিওকে ফোন করলে ফোন ধরেন না। জানা গেছে, নলহাটি দুই ব্লকের বিডিওর কাছে অভিযোগ দায়ের করেন এক গৃহবধূ।
নওয়াপড়া ৮ উপভোক্তার বিরুদ্ধ বিডিও অভিযোগ দায়ের করেছিলেন। সেখানে থেকে উঠে আসে আর এক অভিযুক্তের নাম আবেল সেখ। সমস্ত আর্থিক তচ্ছরুপ পিছনে তার মদত ছিল বলে অভিযোগ। যদিও সেই অভিযোগ অস্বীকার করেন তিনি। অভিযুক্ত রূপ্রশ্রী প্রাপকরা জানিয়ছিল যে আবেল সেখ নথি তথ্য চেয়ে টাকার ব্যবস্থার পাশে অর্ধেক টাকা ভাগ নেয়।
এবার নলহাটি ব্লকের বাঁদখালা এলকার বাসিন্দা মাহেরা বিবি ফেন্সি বিবি সহ অজ্ঞাত এক ব্যরক্তির বিরুদ্ধে অভিযোগ করেন। নলহাটি বিডিও কাছে লিখিত অভিযোগ করে অভিযোগকারীনী বলেন যে, তাদের অ্যাকাউন্ট ২৫হাজার টাকা ঢুকেছে। বিডিও দপ্তর তাদের অভিযোগ গৃহীত হয়েছে।
মাহেরা বিবির অভিযোগের মধ্যে ঘটনার বিস্তারিত উল্লেখ থাকলেও কিন্ত, মূল অভিযুক্তর নাম নেই।
মাহেরা বিবি বলেন. আমাদের বাড়ি আসে একজন,সে আমাদের বাঙ্কের পাশ বইয়ের নম্বর চাই। কিন্ত পাশ বই বন্ধ বলাতে সে আমাদের থেকে ভোটার,আধার ২ কপি পাসপোর্ট ছবি চায়। যদি এগুলো দি তাহলে ব্যাঙ্কের বই খুলে যাবে, আর ২৫০০ হাজার টাকা পাবো। আমরা জানতে চাযই কেন পাবো ? তখন ওই ব্যাক্তি বলে বম্বে থেকে টাকা পাঠাবে তার ভাসুর ধানের জন্য। এই বলে আমদের কাছে সমস্ত ডকুমেন্ট নিয়ে যায়। বেশ কিছুদিন পর লোহাপুর ব্যাঙ্কে নিয়ে যায়। আর টাকা তোলা তোলার আর সব টাকা নিয়ে নেয়।
অভিযোগকারিনীর অভিযোগ পত্রে প্রচুর অসঙ্গতি রয়েছে। যেমন অভিযুক্তের নাম তারা বলতে উল্লেখ্য করে নি। তারিখ ভুল আছে।
ব্লক সূত্রে জানা গেছে, ২২ জুলাই এক মহিলা অভিযোগ করেছে। তাদের কে ধানের টাকা পাঠানো হবে বম্মে থেকে বলে সরকারি ডকুমেন্ট নিয়ে ব্যবহার করে রূপশ্রীর টাকা আত্মসাৎ করা হয়েছে । তাদের অ্যাকাউন্টে ২৫ হাজার টাকা ঢোকানো হয়েছে। যারা ডকুমেন্ট নিয়েছিল তারা সেই টাকা আত্মসাৎ করেছে।
ব্যাঙ্কের সিসিটিভি দেখে অভিযুক্ত দের সনাক্ত করা সম্ভব হতে পারে। পুরো বিষয়টা পুলিস কে জানানো হয়েছে আইনি পদক্ষেপ গ্রহণের জন্য ।
নওয়াপাড়ার ঘটনার পর এবার বাঁদখালা – বিরলচৌকিতে রূপ্রশ্রী জালায়াতির ঘটনায় উপভোক্তারা দ্বারস্থ হচ্ছে বিডিও দপ্তরে । অভিযোগ পত্রে বলা হয়েছে ধানের টাকা ঢুকবে,পাঠাবে ভাসুর বম্বে থেকে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ থাকলেও তথ্য নিয়ে খুলে ফেলা হচ্ছে সেই অ্যাকাউন্ট।
বীরভূম জেলার নলহাটি ব্লকে একের পর এক রূপশ্রী প্রকল্পের অর্থিক তচ্ছরুপ সামনে চলে আসছে। এভাবে একের পর এক দুর্নীতির আঁতুর ঘর হয়ে উঠেছে নলহাটি দুই ব্লক। যার দায় থেকে মুক্ত নয় নলহাটি দুই ব্লক প্রশাসন। ব্লকের কাজের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠছে জনমানসে। বৃহস্পতিবার মাহেরা বিবির বাড়িতে ঘটনার তদন্তে আসে ব্লক প্রশাসন।