পুবের কলম, ওয়েবডেস্কঃ সারা বিশ্ব যখন দ্বিতীয় ঢেউয়ের পর তৃতীয় ঢেউয়ের মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে, তখন নাকি ফ্রান্সে আছড়ে পড়েছে চতুর্থ ঢেউ। এমনটাই জানাচ্ছে আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলি। খুব দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ। গত এক সপ্তাহে সংক্রমণ বেড়েছে ১৪০ শতাংশ। মূলত ডেল্টা স্ট্রেনের দাপটেই এমনটা ঘটছে বলে জানা গিয়েছে। ফরাসি সরকারের মুখপাত্র গ্যাব্রিয়েল আট্টাল এমনটাই জানিয়েছেন। স্বাভাবিক ভাবেই আতঙ্ক ছড়িয়েছে ফ্রান্সে।
সংক্রমণকে দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করেছেন ফ্রান্সের সরকার। বিশেষ করে নজরে রাখা হচ্ছে তাঁদের, যাঁরা এখনও টিকা নেননি। বুধবার থেকে তাঁদের উপরে বিধিনিষেধ আরও কড়া করা হয়েছে।
এবার থেকে বিনোদন পার্ক, সুইমিং পুল কিংবা জিমের মতো জায়গায় প্রবেশ করতে হলে সঙ্গে রাখতে হবে টিকাকরণের শংসাপত্র কিংবা নেগেটিভ টেস্ট রিপোর্ট। অথবা সম্প্রতি অসুখ থেকে সেরে ওঠার শংসাপত্র থাকলেও হবে।
শুধু তাই হয় প্লেন, ট্রেন, বাস যেকোনো মাধ্যমে ভ্রমণ করতে গেলে আবশ্যিক করা হয়েছে হেলথ পাস। ঠিক কী এই হেলথ পাস?
ফ্রান্সের প্রধানমন্ত্রী জিন ক্যাসটেক্স জানিয়েছেন, ‘‘টিকাকরণ করা থাকলে এই পাস পাওয়া যাবে। আমাদের লক্ষ্যই হল, যত বেশি সম্ভব জায়গা খোলা রাখা। সেই জন্যই এটি চালু করা হচ্ছে। আমরা চতুর্থ ঢেউয়ে এসে পৌঁছেছি। ডেল্টা স্ট্রেনই এতে মুখ্য ভূমিকা নিচ্ছে। এটা আরও বেশি ছোঁয়াচে।’’