পুবের কলম, ওয়েব ডেস্ক: ত্রিপুরায় করোনার ডেল্টা প্লাস রূপ মিললো ৯০ জনের দেহে। উত্তর-পূর্ব ভারতের কোনও রাজ্যে এই প্রথম ডেল্টা প্লাসের হদিশ মিলল। রাজ্য প্রশাসন সূত্রে খবর , পশ্চিমবঙ্গের সরকারি ল্যাবরেটরিতে ১৫১টি নুমনা পাঠানো হয়েছিল। তার মধ্যে ৯০ জনের নমুনায় জিনোম সিকোয়েন্সিংয়ে ডেল্টা প্লাসের হদিশ মিলেছে। ত্রিপুরার এক স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, কিছু নমুনায় করোনার ডেল্টা এবং আলফা রূপেরও হদিশ মিলেছে।
শুক্রবার উত্তরপ্রদেশে দু’জনের দেহে ডেল্টা প্লাসের সংক্রমণ ধরা পড়ে। স্বাস্থ্য মন্ত্রকের হিসেব বলছে, দেশের ১২টি রাজ্যে ডেল্টা প্লাসের সংক্রমণ ধরা পড়েছে। তার মধ্যে রয়েছে মহারাষ্ট্র, পঞ্জাব, গুজরাত, কেরল, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, রাজস্থান, জম্মু, কর্নাটক এবং হরিয়ানা। এই তালিকায় এ বার নতুন সংযোজন ত্রিপুরা। ত্রিপুরায় এতগুলি ডেল্টা প্লাস নমুনা পাওয়ার জেরে বাসিন্দাদের মধ্যেও কিছুটা উদ্বেগ ছড়িয়েছে। কোভিড প্রটোকল যাতে সকলেই মেনে চলে সে ব্যাপারে স্বাস্থ্য দফতরের তরফে নানাভাবে সতর্ক করা হয়েছে। কোনওভাবেই যাতে সংক্রমণ না ছড়ায় সেদিকে খেয়াল রেখে শনিবার থেকে সোমবার পর্যন্ত সপ্তাহ শেষের করোনা কারফিউ জারি করা হয়েছে ত্রিপুরায়। আগরতলা পুর এলাকার পাশাপাশি ১৩টি পুর এলাকায় এই কার্ফু জারি থাকবে বলে জানা গেছে।