এনামূল হক, বসিরহাট: করোনায় মৃত যোদ্ধাদের স্মরণ করে রক্তদানের শুভ সূচনা করলেন বসিরহাট মহকুমা মহকুমা শাসক মৌসম মুখার্জি। শনিবার মহকুমা শাসকের দফতর প্রাঙ্গনে এই দফতরের সরকারি আধিকারিক, কর্মী, ভলেন্টিয়াররা রক্তদানে অংশগ্রহণ করেন। বিভিন্ন দফতরের প্রায় ৪০ জন আধিকারিক রক্ত দেন।
মহকুমার শাসক মৌসুম মুখার্জি বলেন, করোনায় দফতরের সরকারি আধিকারিক থেকে চিকিৎসক, নার্স, করোনার যোদ্ধাদের মৃত্যু হয়েছে, তাদের স্মৃতির উদ্দেশ্যে আমাদের এই রক্তদান শিবির। যাতে এই রক্ত করোনা মহামারী কালে থালাসেমিয়া ও মুমূর্ষু রোগীরা পান, তার জন্য আমাদের এই উদ্যোগ। রক্তের ঘাটতি মেটাতে সকলে এগিয়ে আসে তাহলে আগামী দিনে রক্ত সংকট হবে না। ৭ জুলাই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন। তার স্মৃতি স্মরণ করে মূর্তির পদতলে পুষ্পার্ঘ্য দিয়ে রক্তদান শুভ সূচনা করেন মহকুমাশাসক মৌসুম মুখার্জি। সঙ্গে ছিলেন ম্যাজিস্ট্রেট তাপস কুন্ডু, সুশান্ত মাইতি, অরূপ মণ্ডল, তপন মণ্ডল, বসিরহাট এক নম্বর ব্লকের বিডিও বিশাখ ভট্টাচার্যসহ আধিকারিকরা