ইনামুল হক, বসিরহাটঃ বসিরহাটের হাড়োয়া গ্রামীণ হাসপাতালে ভ্যাকসিন নিতে রীতিমতো কয়েক হাজার মানুষ চলে আসছে প্রতিদিন। কিন্তু সেখান থেকে ২০০ থেকে ৩০০ মানুষকে ভ্যাকসিন দেওয়া সম্ভব হচ্ছে। বাকি মানুষকে হতাশ হয়ে ফিরে যেতে হচ্ছে। মাঝে মধ্যে ভ্যাকসিন নিয়ে হাতাহাতিতে জড়িয়ে পড়ছেন ভ্যাকসিন প্রত্যাশীরা। সমাধান করতে পুলিশকেও মাঠে নামতে হচ্ছে।
হাসপাতাল সূত্রের খবর, যেমন ভ্যাকসিন সাপ্লাই আসছে তেমনি বন্টন করা হচ্ছে। কোনোরকম অনিয়ম করা হচ্ছে না। সাধারণ মানুষ দিনের বেলা ভ্যাকসিন না পেয়ে ফিরে যাওয়ার কারণে রীতিমতো সন্ধ্যা থেকে রাতের খাবার, মশারি, কাঁথা নিয়ে খোলা আকাশের নিচেই লাইন দিয়ে রাতভর থেকে যাচ্ছে। হাড়োয়া থানার চারাবাড়ি, ব্রাহ্মণচক, সালিপুর, বকজুড়ি মাজমপুর সহ বিভিন্ন এলাকার বাসিন্দা বিশেষ করে মহিলাদের অভিযোগ হাসপাতালে থাকার মতো বিশ্রামঘর বা জায়গা নেই। যার কারণে খোলা আকাশের নিচেই তারা রাত কাটাতে বাধ্য হচ্ছে ভ্যাকসিন পাওয়ার আশায়।
সকাল হতেই ভ্যাকসিনের কুপন সংগ্রহ করার জন্য লম্বা লাইন পড়ে যাচ্ছ। এই পরিচিত দৃশ্য এখন হাড়োয়া গ্রামীণ হাসপাতাল রোজদিনের ঘটনা। তৃতীয় ঢেউ আসার আগেই টিকাকরণ নিশ্চিত করতেই এই প্রতিযোগিতা্র দৌড়ে সবাই। নাওয়া-খাওয়া ভুলে মানুষ যেন বাঁচার লড়াইয়ে শামিল হতে চায়।