পুবের কলম, ওয়েবডেস্ক: করোনার প্রথম ঢেউ চলার সময় সংক্রমিত হয়েছিলেন ৭২ বছরের ব্রিটিশ নাগরিক ডেভ স্মিথ। এরপর টানা ১০ মাস ধরে করোনা পজিটিভ ছিলেন তিনি। এ সময়ের মধ্যে অন্তত ৪৩ বার করোনা পরীক্ষা করিয়ে পজিটিভ ফল পান স্মিথ। ১০ মাস ধরে কোনও ব্যক্তির করোনায় আক্রান্ত থাকার ঘটনা বিশ্বে এই প্রথম। আর এ সময়ের মধ্যে করোনা আক্রান্ত স্মিথকে ৭ বার হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। বর্তমানে তিনি সুস্থ আছেন।
পশ্চিম ব্রিটেনের ব্রিস্টলের অবসরপ্রাপ্ত ড্রাইভিং প্রশিক্ষক স্মিথ বলেন, ’আমি আত্মসমর্পণ করেছিলাম। আমার পরিবার ও সবাইকে বিদায় জানিয়েছিলাম।’ তিনি বলেন, ’আমার স্ত্রী পাঁচবার শেষকৃত্যের পরিকল্পনাও করে ফেলেছিলেন।’ ইউনিভার্সিটি অব ব্রিস্টল এবং নর্থ ব্রিস্টল এনএইচসি ট্রাস্টের সংক্রামক রোগ বিশেষজ্ঞ এড মোরান জানান, স্মিথের পুরো শরীরে ভাইরাস সংক্রমিত ছিল। তবে আমেরিকার বায়োটেক প্রতিষ্ঠান রেজেনারনের তৈরি একটি ককটেল অ্যান্টিবডি প্রয়োগের পর স্মিথ সুস্থ হন। দীর্ঘদিন পর করোনামুক্ত হওয়াকে নতুন জীবন ফিরে পাওয়ার সঙ্গে তুলনা করেন স্মিথ। স্মিথের করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসার দিন তার পরিবারে রীতিমতো উৎসব শুরু হয়।