পুবের কলম ওয়েব ডেস্ক : এই মুহূর্তে ইংল্যান্ড সফরে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। আর সেখানে করোনায় আক্রান্ত হলেন দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থ। এখন নিভৃতবাসে রয়েছেন তিনি। প্রসঙ্গত, কিছুদিন আগে ওয়েম্বলি স্টেডিয়ামে ইউরো কাপের ম্যাচ দেখতে গিয়েছিলেন তিনি।সেখানে বন্ধুদের সঙ্গে মাস্কবিহীন পন্থের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।বৃহস্পতিবার বিসিসিআইয়ের তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘করোনা আক্রান্ত হওয়ার পরে এক আত্মীয়র বাড়িতে নিভৃতবাসে রয়েছেন পন্থ। তিনি দলের সঙ্গে ডারহামে যাচ্ছন না।’ উল্লেখ্য, পন্থ ছাড়াও ভারতীয় দলের আর এক সদস্যের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। তার নাম অবশ্য এখনও জানা যায়নি।