পুবের কলম, ওয়েবডেস্ক: করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে ইংল্যান্ড সফরে থাকা ভারতীয় ক্রিকেট দলে। উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থের পর এবার করোনা আক্রান্ত হলেন দলের থ্রো-ডাউন বিশেষজ্ঞ দয়ানন্দ গরানী। তাঁকে এবং তাঁর সংস্পর্শে আসা তিন কোচিং স্টাফ এবং দলের আর এক উইকেটরক্ষক-ব্যাটসম্যন ঋদ্ধিমান সাহাকেও আইসোলেশনে পাঠানো হয়েছে।
এদিকে আগামী ২০ জুলাই থেকে কাউন্টি চ্যাম্পিয়নশিপ একাদশের বিরুদ্ধে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল। তবে, করোনা আবহে এই ম্যাচে দর্শকদের প্রবেশাধিকার থাকছে না।