পুবের কলম ওয়েব ডেস্ক : করোনা সংক্রমন বৃদ্ধি পাওয়ায় বাঁশের বেড়া দিয়ে ঘিরে দেওয়া হলো সিঙ্গুরের বৈচিপোঁতা গ্ৰাম পঞ্চায়েত এলাকাকে।
ওই এলাকায় আবারও করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় কঠোর ভাবে বিধি নিষেধ আরোপ করে হচ্ছে আগামী কাল অর্থাৎ সোমবার থেকে।
আগামী কাল বেলা ১১টার পর থেকে আগামী ১৮ তারিখ পর্যন্ত বৈচিপোঁতা গ্রাম পঞ্চায়েত এলাকার সমস্ত দোকানপাঠ বন্ধ থাকবে। ছাড় দেওয়া হয়েছে জরুরী পরিষেবার সাথে যুক্ত দোকান, সরকারী প্রতিষ্ঠান , কো-অপারেটিভ সংস্থা যেগুলো কৃষির সাথে যুক্ত।
সরকারী বিধি নিষেধ কঠোরভাবে মেনে চলতে এলাকায় সিঙ্গুর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে চলছে মাইকিং করে প্রচার। পঞ্চায়েত প্রধান কাঞ্চন কুমার মান্না সহ সিভিক ভলেন্টিয়াররা দোকানে দোকানে ঘুরে করোনা সম্পর্কিত বিধি নিষেধ সঠিকভাবে মেনে চলতে সাধরণ মানুষকে আবেদন করছেন ।এই পঞ্চায়েত এলাকায় প্রবেশ বা বের হওয়ার রাস্তায় বাঁশের বেড়া দেওয়া হয়েছে পঞ্চায়েতের পক্ষ থেকে।
উল্লেখ্য গত ২৪ জুন থেকে ৩০ শে জুন পযন্ত জেলার একধিক পঞ্চায়েত এলাকার সাথে বৈচিপোঁতা গ্রাম পঞ্চায়েত এলাকাকে কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছিল জেলা প্রশাসন।আবারও করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বিধি নিষেধ আরোপ করা হলো এই পঞ্চায়েত এলাকায়।