পুবের কলম, ওয়েবডেস্ক: একনাগাড়ে ১০ বার হেঁচকি। অসুস্থ অবস্থায় ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত সাও পাওলোর একটি হাসপাতালে চিকিৎসা চলছে প্রেসিডেন্টের। হাসপাতাল সূত্রে জানা গেছে, অন্ত্রের জটিল সমস্যায় ভুগছেন তিনি। তবে হাসপাতালে ভর্তির পর, সকলের উদ্দেশ্যে ট্যুইট করে জাইর বলসোনারো বার্তা দিয়েছেন, ভালো আছেন তিনি। দ্রুত তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন। তার শুভাকাঙ্খীদের ধন্যবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট। স্থানীয় সময় বুধবার ভোরে রাজধানী ব্রাসিলিয়ার সামরিক হাসপাতালে ভর্তি করা হয় তাকে। হাসপাতালে প্রেসিডেন্টকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়েছে, ২০১৮ সালে প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে অস্ত্রোপচার করেন আন্তোনিও লুইজ মাসেদো। তিনি পরীক্ষা–নিরীক্ষা ও অস্ত্রোপচারের জন্য বলসোনারোকে সাও পাওলোর ওই হাসপাতালে পাঠানোর সুপারিশ করেন।
ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারোর ছেলে ফ্লাভিও জানিয়েছেন, ঝুঁকি এড়াতে বলসোনারোর পাকস্থলী থেকে জল বের করা হয়েছে। তাঁর কথা বলতে অসুবিধা হচ্ছে।
জানা গেছে, বছর তিনেক আগে ব্রাজিলের প্রেসিডেন্ট ছুরিকাহত হন। পেটে ছুরি মেরেছিল আততায়ীরা। সে যাত্রায় প্রাণে বেঁচে যান তিনি। সেই ক্ষত নতুন করে প্রেসিডেন্টকে ভোগাচ্ছে কিনা, তাও খতিয়ে দেখছেন চিকিৎসকেরা।