পারিজাত মোল্লা: বাসভাড়া বৃদ্ধি মামলায় আদালতের নির্দেশ কার্যকর হয়নি।তাই এবার পরিবহন সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দাখিল হলো কলকাতা হাইকোর্টে।আর সেই মামলা করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। পরিবহন দফতরের সচিবের বিরুদ্ধে এই মামলা দায়ের হয়েছে। আগামী সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে বলে জানা গেছে ।
মূল অভিযোগ, আদালতের নির্দেশ পরিবহন সচিব কার্যকর করেননি। তার প্রেক্ষিতেই এই জনস্বার্থ মামলা।পরিবহন দফতর আগে কলকাতা হাইকোর্টে হলফনামা দিয়ে জানিয়েছিল, -‘ ২০১৮ সালের পর থেকে রাজ্যে বেসরকারি বাস এবং মিনিবাসের ভাড়া বৃদ্ধি করা হয়নি’। তবে মামলাকারীর অভিযোগ, -‘ করোনার পর থেকে রাজ্যের বেসরকারি বাস এবং মিনিবাসে ভাড়া অনেকটাই বেড়ে গিয়েছে’। আদালতের নির্দেশ ছিল যে, -‘বেঁধে দেওয়া ভাড়াই নিতে হবে বেসরকারি বাসগুলিকে। ভাড়ার ক্ষেত্রে ওই নিয়ম মানতে হবে’।
কিন্তু এখনও পর্যন্ত হাইকোর্টের নির্দেশ পালন করা হয়নি। শুধু এটাই নয়, প্রতি বাসে ভাড়ার তালিকা এবং অভিযোগ জানানোর নম্বর দৃশ্যমান করে রাখতে হবে বলেও আদালত জানিয়েছিল। তাও মানা হয় না বলে দাবি।
জনস্বার্থ মামলকারী হাইকোর্টে জানান, -‘প্রায় দু’মাস পেরিয়ে গেলেও এখনও অবধি কলকাতা-সহ রাজ্যের বেশিরভাগ জায়গায় বাসের ভাড়ার তালিকা দেওয়া থাকে না। যেমন খুশি ভাড়া নেওয়া চলছে’। এদিকে আদালতের নির্দেশ থাকলেও পরিবহণ দফতর থেকে সক্রিয় ভূমিকা নেওয়া হয়নি বলে অভিযোগ।আগামী সপ্তাহে এই মামলার শুনানি রয়েছে বলে জানা গেছে।