পুবের কলম ওয়েব ডেস্ক: দৈনিক বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। পাশাপাশি ধেয়ে আসছে করোনার নয়া স্ট্রেন। পরিস্থিতি ক্রমশ প্রতিকূলে যাওয়ায় এক সপ্তাহের জন্য বিধিনিষেধ জারি করা হয়েছে পশ্চিম মেদিনীপুরে। এই জেলায় ক্রমশ উর্ধ্বমুখী হচ্ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে জেলায় ৫৫টি কনটেনমেন্ট জোন ঘোষণা করেছে প্রশাসন।
সংক্রমণ রুখতে চলছে কড়া নজরদারি। কনটেনমেন্ট জোনের আওতায় খড়গপুর পুরসভার ৫টি ওয়ার্ড। শুক্রবার রাত থেকে নাকা চেকিং শুরু করেছে পুলিশ। এছাড়াও ঘাটাল ও মেদিনীপুরের বেশ কিছু অঞ্চলে কনটেনমেন্ট জোন ঘোষণা করল প্রশাসন।
রাত ৯টার পর দোকান খোলা রাখায় বন্ধ করে দেওয়া হয়। সতর্ক করা হয় ব্যবসায়ীদের। ইন্দা বাস স্ট্যান্ড, খরিদা, মালঞ্চ এলাকাতেও চলে কড়া পুলিশি নজরদারি।