পুবের কলম, ওয়েবডেস্ক: ‘ছেলে কোনওভাবেই এধরনের কাজে যুক্ত থাকতে পারে না। আর যদি সত্যিই যোগসাজশের প্রমাণ হলে ছেলের কড়া শাস্তি হোক’, এমনটাই দাবি জয়দীপের বাবা বংশীলাল ঘোষের। গতকাল ১৯ আগস্ট রাতে যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায় গ্রেফতার হয়েছেন আরও এক প্রাক্তনী। অভিযুক্ত ছাত্রের নাম জয়দীপ ঘোষ। পূর্ব বর্ধমানের কেতুগ্রামের কাঁদরা স্টেশন সংলগ্ন এলাকার বাসিন্দা জয়দীপ। এধরনের ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারেন তাঁদের ছেলে, বিশ্বাস করতে পারছেন না বাবা-মা। তবে জয়দীপের যোগাযোগ প্রমাণিত হয়, তবে তাঁর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন বাবা বংশীলাল ঘোষ।
অভিযুক্ত জয়দীপ ২০২১ সালে আন্তর্জাতিক সম্পর্কে স্নাতকোত্তর শেষ করেছেন। গত ১৭ আগস্ট কেতুগ্রামের বাড়িতে ফিরেছিলেন জয়দীপ। কিন্তু ১৮ আগস্টও ফের কলকাতায় ফিরে আসেন। এরপর ১৯ আগস্ট রাতে ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানতে পারেন বংশীলাল ঘোষ।