পুবের কলম, ওয়েবডেস্ক: একদিকে গাজায় ২০ লক্ষের বেশি মানুষ ইসরাইলি বাহিনীর নৃশংসতার শিকার। রাফায় হানাদার বাহিনীর মুহুর্মুহু আক্রমণ চলছে অবরুদ্ধ ১০ লক্ষ ফিলিস্তিনির উপর। সেই সময় পবিত্র আরাফাতের ময়দানে মজলুম ফিলিস্তিনিদের জন্য কান্নাভরা কণ্ঠে, অশ্রুভেজা চোখে দোওয়ায় শামিল হলেন বিশ্বের ২০ লক্ষের বেশি হাজী। আরাফাতের ময়দানের খুতবায় শায়খ আল মুয়াইকিলি উদাত্ত কণ্ঠে বললেন, হে হাজীরা, ফিলিস্তিনে আমাদের ভাইদের জন্য দোওয়া করুন। যারা তাদের শত্রুদের দ্বারা ক্ষতি ও নিপীড়নের শিকার হচ্ছে। রক্তপাতের শিকার হচ্ছে। তাদের মাঝে ধ্বংসাত্মক কাণ্ড ঘটাচ্ছে এবং তাদের প্রয়োজনে ঢুকতে ও বাইরে যেতে বাধা দেওয়া হচ্ছে।
মুসলিম বিশ্বকে ভাগাভাগি করে একে অপরের মধ্যে লড়িয়ে দিয়ে শেষ করতে চায় আমেরিকা-ইসরাইলের মতো শক্তি। তার বিরুদ্ধে শনিবার মূল হজের দিনের এই চিত্র এক ঐতিহাসিক নজির হয়ে থাকল। সমবেত হাজীরা দোওয়া, শান্তি ও ঐক্যের বার্তা দিয়ে ইহুদি-নাসারাদের ষড়যন্ত্রের যোগ্য জবাব দিলেন। বর্তমানে একতা ও আধ্যাত্মিকতা সাম্রাজ্যবাদ ও ইহুদিবাদের পক্ষ থেকে আগের চেয়ে অনেক বেশি শত্রুতা ও ষড়যন্ত্রের শিকার।
আমেরিকাসহ সাম্রাজ্যবাদের কেন্দ্রগুলো মুসলমানদের ঐক্য, মুসলিম জাতি, দেশ ও সরকারগুলোর সমঝোতা, এসব জাতির তরুণ প্রজন্মের মধ্যে ধর্মানুরাগের কঠোর বিরোধী এবং তারা যেকোনও উপায়ে তা মোকাবিলার চেষ্টা করছে। কিন্তু তারা সফল হয়নি। লক্ষ লক্ষ যুবক-যুবতী এ বছর হজে শামিল হয়েছেন। আল্লাহর রাহে নিজেদের সমর্পিত করেছেন।
নবী সা.-র শেষ হজের ভাষণ স্থলে ২০ লক্ষের বেশি হাজী চোখের পানিতে দোওয়ায় শরিক হয়েছেন বিশ্বশান্তি ও উম্মাহর ঐক্যের জন্য।
লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক (আমি হাজির, হে আল্লাহ আমি হাজির)— মহান সৃষ্টিকর্তা আল্লাহর কাছে আত্মসমর্পণের এই বাক্য কণ্ঠে ধারণ করে সাদা ইহরাম পরে হাজীরা এদিন জড়ো হন আরাফাতের ময়দানে। যেন সাদা জনসমুদ্র।
বিশ্বের মুসলিমদের অনেকেই এদিন রোযা রাখেন। আর এর মধ্যে দিয়েই শনিবার অনুষ্ঠিত হয় হজের মূল আনুষ্ঠানিকতা। এর আগে শুক্রবার যোহরের আগে তাঁবুর শহর খ্যাত মিনায় পৌঁছান হাজীরা। শনিবার ফজরের নামাযের পর মুসলিমরা তালবিয়া (লাব্বাইক) পড়তে পড়তে মিনা থেকে আরাফাতের দিকে রওনা হন। যোহরের আগেই আরাফাতের ময়দানে গিয়ে উপস্থিত হয়ে সন্ধ্যা পর্যন্ত অবস্থান করেন। সেখানে সমবেত হয়ে নামায ও খুতবা শোনাকেই হজ ধরা হয়। এবার হজের খুতবায় শায়খ মাহের আল মুয়াইকিলি বলেন, শরিয়তের উদ্দেশ্য হল যথাসম্ভব হারাম কাজ থেকে বিরত থাকা।
শরিয়ত মানুষকে সুবিধা গ্রহণের চেয়ে কোনো কিছু থেকে বিরত থাকার দিকে বেশি আহ্বান করে। ইসলামি আইন পাঁচটি অপরিহার্য বিষয় সংরক্ষণের গুরুত্বের উপর জোর দেয়: ধর্ম, জীবন, বুদ্ধি, সম্পদ এবং সম্মান। এগুলোর ক্ষতি করে এমন যে কোনো কাজ অপরাধ হিসেবে বিবেচিত হয়। প্রত্যেক ঈমানদারকে অবশ্যই এই পাঁচটি অপরিহার্য জিনিস রক্ষা করার জন্য সচেষ্ট হতে হবে, যা সৃষ্টির মঙ্গল, সামাজিক স্থিতিশীলতা, ব্যাপক নিরাপত্তা এবং মানুষের ধর্মীয় ও পার্থিব স্বার্থ হাসিলের দিকে নিয়ে যায়।
তিনি আরও বলেন, হে হাজীরা, আপনারা আরাফাতের ময়দানে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে আছেন, যেখানে আল্লাহ তাঁর ফেরেশতাদের কাছে আপনাদের নিয়ে গর্ব করেন। এটি একটি মহৎ সময় এবং স্থান যেখানে ভালো কাজগুলো বহুগুণ বেড়ে যায়, পাপ ক্ষমা করা হয় এবং পদমর্যাদা উন্নত করা হয়। হযরত মুহাম্মাদ সা. আরাফাতের ময়দানে দাঁড়িয়ে জিকির ও দোওয়ায় মশগুল থাকতেন। আপনারা ফিলিস্তিনে আমাদের ভাইদের জন্য দোওয়া করুন।
সউদি আরবে রবিবার কোরবানির মধ্য দিয়ে ঈদুল আযহা উদ্যাপন করা হবে। কোরবানির পরপরই মাথা মুণ্ডন সেরে ফেলতে হয়। হজের সর্বশেষ রোকন কাবাঘর তাওয়াফ, যা ১১ যিলহজ থেকে ১২ যিলহজ সূর্য ডোবার আগেই সম্পন্ন করতে হয়। তবে বলা হয়ে থাকে, আরাফাতের ময়দানে উপস্থিত হলেই হজ সম্পন্ন হয়। রাসুলুল্লাহ সা. বলেছেন, আরাফাতে অবস্থানই হল হজ। মসজিদুল হারাম থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে অবস্থিত আরাফাতের ময়দান। এ ময়দানের প্রান্তে দাঁড়িয়েই মুহাম্মদ সা. তাঁর বিদায়ী হজের ভাষণ দিয়েছিলেন।
এদিকে সউদি আরবে তাপমাত্রা ৪৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যার কারণে হজযাত্রীরা এবার ভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছেন। তবে হজযাত্রীদের নিরাপদ ও আরামদায়ক চলাফেরার জন্য রাস্তায় কুলিং প্রযুক্তি ব্যবহার করছে কর্তৃপক্ষ।
রোডস জেনারেল অথরিটির মুখপাত্র আবদুল আজিজ আল-ওতাইবি বলেছেন, রাস্তা যখন সূর্যালোকের সংস্পর্শে আসে, তখন এই প্রযুক্তি তাপ শোষণ করে। ৭০ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত শোষণ করে এই প্রযুক্তি। আরাফাতের নামিরা মসজিদের কাছে ২৫ হাজার বর্গমিটার এলাকায় প্রযুক্তিটি ব্যবহার করা হচ্ছে।