পুবের কলম, ওয়েবডেস্ক: ইনস্টাগ্রামে ফলোয়ার নিয়ে বচসার জেরে মর্মান্তিক পরিণতি শিকার হলেন দুই যুবক। ছুড়ির এলোপাথাড়ি কোপে মৃত দুই যুবক। দিল্লির ঘটনা।
পুলিশ সূত্রে খবর, রাস্তাতেই দুই বন্ধু সহ ভাইকে নিয়ে দাঁড়িয়ে ছিল নাবালিকা। সেখানেই তাদের এলোপাথাড়ি কোপ মারা হয়। তাদের মেরে পালিয়ে যায় তিন দুষ্কতী। আহতদের আর্তনাদে ঘটনাস্থলেই জড়ো হয়ে যায় স্থানীয় মানুষ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আহতদের যুবকদের হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তাদের মৃত্যু হয়।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সামাজিক মাধ্যমে ফলোয়ার নিয়ে বচসায় নাবালিকার সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে দুই যুবক। বচসার জেরেই এই মর্মান্তিক ঘটনা। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ এবং ৩৪ ধারায় মামলা রুজু করা হয়েছে। নাবালিকা সহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ৷