পুবের কলম প্রতিবেদকঃ সঠিক দিশার অভাবে লক্ষ্যভ্রষ্ট হয়ে পড়ে পড়ুয়াদের অনেকেই। এর জন্য প্রয়োজন সঠিক কাউন্সেলিং। পড়ুয়াদের লক্ষ্যে পৌঁছাতে আগেভাগেই কাউন্সেলিং ও কোর্সের তথ্য দিতে মিলন মেলায় স্টল দিয়েছে সরকারি ও বেসররকারি বহু প্রতিষ্ঠান । বুধবার মিলনমেলার স্টলে নিজেদের কোর্স সম্পর্কে জানতে উৎসুক পড়ুয়ারা।
নিজের পছন্দের মত কোর্সের দিশা পেতে মিলন উৎসবে হাজির হয়েছে পার্ক সার্কাস গালর্স হাইস্কুল, মডার্ন স্কুল সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের একাদশ-দ্বাদশের পড়ুয়ারা।
এবারও স্টল দিয়েছে আলিয়া বিশ্ববিদ্যালয়। সেই স্টলে দাঁড়িয়ে দ্বাদশ শ্রেণির একদল ছাত্রীকে জিজ্ঞাসা করতে দেখা গেল। কোন কোন কোর্স পড়ানো হয়, খরচ কত? সেই কোর্সগুলি পড়ে কী হওয়া যাবে- এই সমস্ত বিষয়ের নানা খুঁটিনাটি স্টলে থাকা কর্তাদের কাছে জেনে নিচ্ছে পড়ুয়ারা।
আলিয়ার স্টলে থাকা শিক্ষাকর্মীরা পড়ুয়াদের খুঁটিনাটি জানাতে ব্যস্ত। তার ফাঁকে বিশ্ববিদ্যালয়ের দুই কর্মী পুবের কলমকে বলেন, মিলন উৎসবে পড়ুয়া অভিভাবকরা আসছেন। আলিয়ার বিজ্ঞান, প্রযুক্তি, সায়েন্স, ম্যানেজমেন্ট সহ নানা কোর্স সম্পর্কে অবগত করা হচ্ছে তাঁদের। স্টলে আসা পড়ুয়াদের কথায়, আমরা কোর্স সম্পর্কে ধারনা নিচ্ছি। এখানে এসে আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারছি। সামনে উচ্চ মাধ্যমিক। পরীক্ষার পর কোথাও ভর্তি হতে হবে। মিলনমেলায় আলিয়া, আল আমীন সহ বিভিন্ন কাউন্সেলিং-এ অংশগ্রহণে আগামীতে সুবিধাই হবে বলে পড়ুয়ারা মনে করে।
আলিয়া বিশ্ববিদ্যালয়ের পাশে রয়েছে বিত্ত নিগমের কাউন্সেলিং স্টল। ঠিক তার পাশে আল আমীন। অন্যদিকে, দ্বীনিয়াত মোয়াল্লিমা কলেজের স্টল। আল আমীন মিশনের স্টলের সামনে লেখা পড়ুয়াদের সুযোগ-সুবিধার তালিকা। সেগুলি এক পলকে পড়ে নিয়ে আগামীতে কাজে লাগাতে চায় পড়ুয়ারা। স্টলের সামনে দাঁড়িয়ে থাকা এক ছাত্রী অন্য পড়ুয়াদের বলতে শোনা গেল, ‘আল আমীন থেকে এখন বহু ডাক্তার ইংঞ্জিনিয়ার হচ্ছে। চল জেনে নিই সুবিধাগুলি।’
দ্বীনিয়াত মুয়াল্লিমা কলেজের এক কর্তা বলেন, অনেকেই আসছেন, চলে যাচ্ছেন। অভিভাবকরা এখানকার সুবিধাগুলি জেনে সন্তষ্ট হচ্ছেন।
এদিকে, মিলন উৎসবে দেওয়া হয়েছে হেলথ চেকআপ-এর স্টল। সেখানে চক্ষু পরীক্ষা, হেলথ কাউন্সেলিং-সহ নানা কর্মসূচীর আয়োজন। বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পেতে মেলায় ঘুরতে আসা অনেকেই চিকিৎসকদের পরামর্শ নিচ্ছেন। পার্ক সার্কাস ময়দানে মিলন উৎসবের আয়োজন করেছে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম। ১০ ফেব্রুয়ারি এই মেলা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার এই মেলার সম্পন্ন হবে।