পুবের কলম, ওয়েবডেস্ক : হায়দরাবাদে শনিবার একটি অনুষ্ঠান করার কথা আছে কৌতুকশিল্পী মুনাওয়ার ফারুকির। আর তার আগেই এই অনুষ্ঠান ঘিরে জোর উত্তেজনা ছড়াল। কৌতুকশিল্পী মুনাওয়ার ফারু্কির সেট পুড়িয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠল বিজেপি বিধায়ক রাজা সিংয়ের বিরুদ্ধে। শনিবার তেলেঙ্গানা রাজ্যে শিল্পকলা বেদিকার এই সেটেই একটি অনুষ্ঠান করার কথা মুনাওয়ারের। ঘটনায় গোশামহলের বিজেপি বিধায়ক রাজা সিংকে শুক্রবারই আটক করেছে পুলিশ।
হায়দরাবাদের শিল্পকলা বেদিকার সেটটি পুড়িয়ে দেওয়া হতে পারে বলে খবর আসে পুলিশের কাছে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ বিধায়ক রাজা সিংকে আটক করে। এদিকে রাজা সিংকে আটক করার পরে তার সমর্থকরা পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে থাকে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় সমর্থকদের। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ তার সমর্থকদের কোনোরকমে আটকে বিজেপি বিধায়ক রাজা সিংকে প্রতিরোধমূলক মামলায় আটক করে পুলিশ ভ্যানে তুলে নিয়ে যায়।
সাংবাদিকদের রাজা সিং জানান, তার কয়েকজন সমর্থক মুনাওয়ার ফারুকির অনলাইন টিকিট কিনেছে। তারা এই অনুষ্ঠানটি বন্ধ করার সব রকম চেষ্টা চালিয়ে যাবেন।
রাজা সিং মিডিয়ার সামনে দাবি করেন, পুলিশ এই অনুষ্ঠানের অনুমতি বাতিল করে দিক। সেই সঙ্গে রাজা সিং হুমকি দিয়ে বলেন, যদি আমাদের সকল সমর্থকদের জেলে পাঠানো হয়, তাহলে ২২ আগস্ট আমরা আরেকট কমেডি শো-এর আয়োজন করে দেখিয়ে দেব। এর জন্য যদি রাজ্যের আইনশৃঙ্খলা নষ্ট হয়, তাহলে তার জন্য তেলেঙ্গানার ডিজিপি মহেন্দ্র রেড্ডি আর রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী দায়ী থাকবে। রাজা সিং-এর অভিযোগ, মুনাওয়ার ফারুকি ভগবান রাম-সীতাকে নিয়ে হিন্দু অনুভূতিকে আঘাত করেছেন। অন্যান্য সব রাজ্যেই তার অনুষ্ঠান বাতিল করা হয়েছে। আর সব রাজ্য থেকেই তাকে মারতে মারতে বের করে দেওয়া হয়েছে। তার এই কর্মকাণ্ডের জন্য তাকে একদিন জেলে যেতে হবে।
পুলিশ জানিয়েছেন বিজেপি বিধায়ক রাজা সিংকে বোলারাম থানায় নিয়ে যাওয়া হচ্ছে।