দেবশ্রী মজুমদার, নলহাটি: নলহাটি রূপশ্রী প্রকল্প দুর্নীতি কাণ্ডে নয়া মোড় আনলো দুটি অডিও ক্লিপিং। যা ইতিমধ্যে সমাজ মাধ্যমে ভাইরাল। আর তা নিয়ে বেড়েছে অস্বস্তি ও চাপান উতোর।
কি আছে সেই অডিও ক্লিপিংয়ে? শুনলে পরিস্কার বোঝা যাবে যে, বিড়োল চৌকি গ্রামের মাহেরা বিবির বাড়ি থেকে মাহেরা বিবি কথা বলছেন বাঁদখালা গ্রামের বাসিন্দা আরেক অভিযুক্ত ফেন্সি বেবির সাথে। অন্যদিকে, আরেকটি অডিও ক্লিপিংয়ে মাহেরা বিবির মেয়ে নাইটি খাতুন কথা বলছেন ফেন্সি বিবির ভাসুর রাহুল সেখের সাথে। তাদের কথোপকথন ও স্বীকারোক্তির মাধ্যমে পরিস্কার বোঝা যাচ্ছে যে মাহেরা বিবির কাছ থেকে ভুল বুঝিয়ে বিভিন্ন নথি হাতিয়ে নিয়ে রূপশ্রীর টাকা আত্মসাতে মদত দেন ফেন্সী বেবি ও তার ভাসুর। শুধু তাই নয় এই ঘটনার সঙ্গে যুক্ত চক্র কাজ করছে। যেখানে নেই কোন রূপশ্রী উপভোক্তা। ওই চক্রে যুক্ত সবাই নির্দিষ্ট পরিমাণ ভাগ নিতে নিতে পঁচিশ হাজার টাকা উধাও। অর্থাৎ মুখ্যমন্ত্রীর প্রকল্পের যে আসল উদ্দেশ্য তা পূরণ করতে দিচ্ছে না এক শ্রেণির দুর্নীতিপরায়ন মানুষ। ওই অডিও ক্লিপিংয়ে শামসুল হোদা বকুল বলে একজনের কথা বলেন ফেন্সিবিবির ভাসুর রাহুল সেখ। ক্লিপিংয়ে রাহুল সেখ স্বীকার করছেন এই বন্টন হয়েছে এবং তাতে সবাই অংশীদার। তাঁর কথায় শামসুল হোদা ওরফে বকুলের নাম আসায় শামসুল সাহেবকে ফোন করা হলে তিনি বলেন, এই ব্যাপারে বিডিও তদন্তের নির্দেশ দিয়েছেন। আমিও অডিও ক্লিপিং শুনেছি। ওটা ভুয়ো। এরপর একইভাবে ফেন্সি বিবির ভাসুর রাহুল সেখকে ফোন করলে, “না তো” বলে ফোন কেটে দেন তিনি। তারপর বার বার তাঁকে ফোন করা হলেও তিনি আর ফোন ধরেন তিনি।