পুবের কলম, ওয়েবডেস্কঃ মার্কিন সেনা প্রত্যাবর্তনের পর থেকেই আফগানিস্তানের একের পর এক শহরের দখল নিতে শুরু করেছে তালিবান যোদ্ধারা। তালিবানদের দাবি, ইতিমধ্যেই তারা আফগানিস্তানের ৮৫% দখল নিয়েছে সংঘর্ষ শুরু হয়েছে আফগান সেনা এবং তালিবান যোদ্ধাদের মধ্যে। এমতাবস্থায় দাঁড়িয়ে আফগানিস্তানে নিযুক্ত ৫০ কূটনীতিককে ফেরাল ভারত। কয়েকদিন আগেই তালিবানিরা কান্দাহারের ১৩টি জেলা নিজেদের দখলে নেয়। তালিবানিদের হাত থেকে বাঁচতে ৩০০-র বেশি আফগান সেনা সীমান্ত পার করে তাজিকিস্তানে শরণ নেন। এই পরিস্থিতিতে পুরো কান্দাহার নিজেদের কব্জায় আনতে মরিয়া তালিবানিরা। তবে এই পরিস্থিতিতেও বিদেশ সচিব হর্ষ শ্রীংলা দাবি করেছিলেন ভারত আফগানিস্তান থেকে কূটনীতিকদের ফেরাবে না। তবে সেই বক্তব্যের চারদিনের মাথায় শনিবারেই ৫০ ভারতীয়কে দেশে ফিরিয়ে আনল নয়াদিল্লি। বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন ভারতীয় কূটনীতিকদের সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে ভারত।