পুবের কলম, ওয়েবডেস্কঃ ওয়ার্মারে ঝলসে গেল এক নবজাতক।কাঠগড়ায় ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের শিশু বিভাগ। অভিযোগ বারুইপুরের একটি হাসপাতালে জন্ম নেওয়া ওই একরত্তি, জন্মের পরেই গুরুতর অসুস্থ হয়ে পড়লে, তাকে ভর্তি করা হয় ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালের শিশু বিভাগে। রাখা হয় ওয়ার্মারে। কিন্তু পরিবারের লোকেরা হঠাৎ ই দেখেন শিশুটির শরীরে লাল হয়ে যাওয়া চামড়া। সঙ্গে সঙ্গে চিকিৎসকের দৃষ্টি আকর্ষণ করেন পরিবারের সদস্যরা। ওয়ার্মারের তাপমাত্রা বৃদ্ধির জন্যই শিশুটির চামড়া ঝলসে যায়। হাসপাতাল সূত্রে খবর, আপাতত স্থিতিশীল ওই সদ্যোজাত। শিশুটির পরিবার এখনও কোনও লিখিত অভিযোগ দায়ের করেনি। করলেই যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।