পুবের কলম, ওয়েবডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা ও শিয়া ধর্মগুরু আয়াতুল্লাহ আলি খামেইনির ব্যঙ্গচিত্র ছেপে তোপের মুখে পড়ল ফরাসি ব্যঙ্গাত্মক ম্যাগাজিন শার্লি এবদো। ইরান সরকারের পক্ষ থেকে বুধবার এ বিষয়ে ফ্রান্সকে সতর্কতা পাঠানো হয়েছে। তাতে বলা হয়েছে, ব্যঙ্গচিত্র প্রকাশে সংযত না হলে শার্লি এবদোর ‘পরিণতি অত্যন্ত খারাপ হবে’।
গত বছরের ডিসেম্বরে একটি ব্যঙ্গচিত্র প্রতিযোগিতার আয়োজন করেছিল শার্লি এবদো। সম্প্রতি সেই প্রতিযোগিতার চিত্রগুলি প্রকাশ করেছে তারা। সেখানে মুসলিম দুনিয়ার অন্যান্য নেতার পাশাপাশি ইরানের সর্বোচ্চ নেতা খামেনির ব্যঙ্গচিত্রও প্রকাশ পেয়েছে। ইরানের বিদেশমন্ত্রী হুসেন আমির আব্দুল্লাহিয়ানের অভিযোগ, ওই ব্যঙ্গচিত্র ‘অবমাননাকর’। ইরানে ফ্রান্সের রাষ্ট্রদূত নিকোলাস রোচকে তলব করে এ বিষয়ে কূটনৈতিক প্রতিবাদও জানানো হয়েছে। খামেনির কার্টুন বা ব্যঙ্গচিত্র প্রকাশ করা নিয়ে ইরানি বিদেশমন্ত্রকের মুখপাত্র নাসের কানানি ফ্রান্সকে তোপ দেগেছেন। বলেন, ‘বাকস্বাধীনতার নামে বা মুক্ত মতামত প্রকাশের অধিকারের নামে মুসলিম দেশগুলিকে অপমান করার কোনও অধিকার ফ্রান্সের নেই। ইরান ফরাসি সরকারের ব্যাখ্যা ও ক্ষতিপূরণমূলক পদক্ষেপের অপেক্ষা করছে।’
এদিকে এ বিষয়ে ইরানি বিদেশমন্ত্রী আমির বলেন, ‘ধর্মীয় ও রাজনৈতিক কর্তৃপক্ষের বিরুদ্ধে অবামননাকর ও অশালীন ফ্রেঞ্চ কার্টুনের অবশ্যই জবাব দেওয়া হবে। আমরা ফ্রেঞ্চ সরকারকে সীমানা অতিক্রম করতে দেব না। তারা ভুল পথ বেছে নিয়েছে।’ শার্লি এবদোর ভাষ্য, ইরানে চলমান সরকার-বিরোধী বিক্ষোভকে সমর্থনের অংশ হিসেবে তারা গত মাসে একটি কার্টুন প্রতিযোগিতার আয়োজন করেছিল। প্রতিযোগিতার অংশ হিসেবেই তারা এসব কার্টুন ছেপেছে।
ফরাসি রাষ্ট্রদূতকে তলব করে ইরানের বিদেশমন্ত্রকের মুখপাত্র নাসের কানানি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান কোনওভাবেই তার ইসলামি, ধর্মীয় ও জাতীয় অনুভূতি-মূল্যবোধের অবমাননা মানবে না।
উল্লেখ্য, ইসলামকে অবমাননার জন্য শার্লি এবদো ম্যাগাজিনটি গোটা মুসলিম বিশ্বেই কুখ্যাত। এর আগে পত্রিকাটি নবী মুহাম্মদ সা.র ব্যঙ্গাত্মক কার্টুন ছেপেছিল। সেই ঘটনার পর তীব্র সমালোচনা শুরু হয় গোটা বিশ্বে। মুসলিমদের ভাবাবেগে আঘাত হানার জন্য শার্লি এবদোর বিরেুদ্ধে প্রতিবাদ শুরু হয়। ফরাসি সরকার ম্যাগাজিনটি বিরুদ্ধে কোনও আইনি ব্যবস্থা না নিলে বিশ্বব্যাপী ফরাসি পণ্য বয়কটও শুরু করেন মানুষ। কিন্তু এত কিছুর পরও কার্টুন ছাপা বন্ধ করেনি ম্যাগাজিনটি।
২০০৬ সালে ধর্মীয় একটি ব্যঙ্গচিত্র প্রকাশ করে প্রথম নজর কেড়েছিল ফ্রান্সের এই সংস্থা। নবী সা.কে ব্যঙ্গ করে আঁকা একটি কার্টুন গোটা বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছিল। পরবর্তীতে একের পর এক অবমাননাকর কার্টুন প্রকাশ করে শার্লি এবদো। এর জেরে হামলাও হয় তাদের দফতরে। খুন হন কার্টুনিস্টরা। তবে দমানো যায়নি তাদের এজেন্ডাকে। মত প্রকাশের স্বাধীনতার নামে সম্মানীয় ব্যক্তি ও ধর্মীয় নেতাদের শুধু ব্যঙ্গ করে গিয়েছে এই কার্টুন ম্যাগাজিন। এবার তাদের তালিকায় জুড়ল খামেইনি বিতর্ক।