পুবের কলম প্রতিবেদক: বাংলা সহ দেশের একাধিক রাজ্যের রেশনিং ব্যবস্থা খতিয়ে দেখতে এবার প্রতিনিধিদল পাঠাচ্ছে কেন্দ্র। ইতিমধ্যেই কেন্দ্রীয় খাদ্যমন্ত্রকের কয়েকজন অফিসার এসে পৌঁছেছেন রাজ্যে।
জেলায় জেলায় শুরু হয়েছে পরিদর্শনের কাজও। রাজ্য খাদ্যদফতর সূত্রে জানা যাচ্ছে কেন্দ্রীয় খাদ্যমন্ত্রক গতবছর সেপ্টেম্বর মাসেই এই বিষয়ে একটি গাইডলাইন তৈরি করে দিয়েছিল।চলতি বছরের মার্চমাসের মধ্যে শেষ করতে হবে এই পরিদর্শনের কাজ। তারপর কেন্দ্রীয় খাদ্যমন্ত্রকের কাছে জমা পড়বে সেই রিপোর্ট। গোটা দেশের মোট পাঁচহাজার রেশন দোকানকে এই পরিদর্শনের আওতায় নিয়ে আসা হয়েছে।
রাজ্যসরকারি অফিসারদেরও থাকতে বলা হয়েছে , এর পাশাপাশি জেলাশাসক, প্রধানসচিব এবং সিনিয়র অফিসারদের এই প্রক্রিয়ায় শামিল করতে অনুরোধ করা হয়। সেইমতো মুখ্যসচিবরাও কিছু রেশন দোকানে যাবেন।
উল্লেখ্য এই রিপোর্টের ওপর ভিত্তি করেই জাতীয় খাদ্যসুরক্ষা প্রকল্পের অর্ন্তগত গ্রাহকদের খাদ্যশস্য সরবরাহের আর্থিক দায়ভার নেবে কেন্দ্র। গরিব কল্যাণ অন্ন যোজনা মারফত পুরো একবছরের জন্য সম্পূর্ন বিনামূল্যে দেওয়া হবে খাদ্যশষ্য। সেই কারণেই রেশন দোকানগুলি পরিদর্শন করাটা জরুরি বলে মনে করছেন কেন্দ্রীয় খাদ্যমন্ত্রকের শীর্ষ কর্তারা। ওয়াকিবহাল মহলের ধারণা আসলে এইভাবে রাজ্যের রেশনিং ব্যবস্থায় আরও কড়া নজরদারি বলবৎ করতে চাইছে কেন্দ্র।
কেন্দ্রীয় আধিকারিকরা বিভিন্ন রাজ্যে যাচ্ছেন। যাদের মধ্যে আছেন খাদ্যমন্ত্রকের ডেপুটি সেক্রেটারি, আন্ডার সেক্রেটারি পদমর্যাদার অফিসারও।
একদেশ একরেশন ব্যবস্থ্যা নিয়েই কেন্দ্রকে রিপোর্ট জমা দেওয়াই এই প্রকল্পের মূল উদ্দেশ্য