পুবের কলম,ওয়েবডেস্কঃ মধ্যপ্রাচ্য– ইউরোপ– এশিয়া ও দক্ষিণ আমেরিকা মহাদেশের বিভিন্ন দেশ ও অঞ্চলে পবিত্র ঈদ-উল-আযহা উদ্যাপিত হয়েছে। আত্মত্যাগের মহিমায় ওয়াজিব পশু কুরবানি দিয়ে কর্তব্য পালন করেছেন মুসলিমরা। হিজরি বর্ষপঞ্জিতে শেষ মাস যিলহজের দশম দিনে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয় মুসলিমদের দ্বিতীয় বৃহত্তম উৎসব ঈদ-উল-আযহা। তবে করোনা মহামারির কারণে বিশ্বের বহু দেশের মসজিদে সীমিত পরিসরে অনুষ্ঠিত হয়েছে ঈদের নামায– অনেক দেশ আবার ঈদের নামায নিষিদ্ধ করেছে। এর ফলে অনেকেই ঈদের নামায নিজ বাড়িতেই আদায় করেছেন। কঠোর স্বাস্থ্যবিধি মেনে নামায হয়েছে মধ্যপ্রাচ্য ও এশিয়ার বহু দেশে। দক্ষিণ পূর্ব এশিয়ার ইন্দোনেশিয়া বর্তমানে করোনা মহামারির কেন্দ্র হয়ে ওঠায় দেশটির রাজধানী জাকার্তাসহ প্রায় সব অঞ্চলে কঠোর স্বাস্থ্যবিধির মধ্যে ঈদ উদ্যাপিত হয়েছে। এ দিকে– সউদি আরব– সংযুক্ত আরব আমিরশাহী– ইরাক– ইরান– সিরিয়া– তুরস্ক– মালয়েশিয়া– আমেরিকা– কানাডা-সহ বেশিরভাগ দেশে সামাজিক দূরত্ব মেনে সীমিত পরিসরে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
ঈদ উপলক্ষে বিশ্বের মুসলিমদের প্রতি শুভেচ্ছাবার্তা দিয়েছেন সউদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন সহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা। চাঁদ দেখা সাপেক্ষে গত ১০ জুলাই সউদি আরবের সুপ্রিম কোর্ট ২০ জুলাই ঈদ-উল-আযহার তারিখ ঘোষণা করে। সউদি আরবের সঙ্গে মিলিয়েই ঈদ উদ্যাপিত হয় প্রায় সব দেশে। বুধবার অর্থাৎ আজ ভারতের মুসলিমরা ঈদুজ্জোহা উদ্যাপন করবেন।