পুবের কলম প্রতিবেদক: স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ও প্রাথমিক টেট দুর্নীতির মামলা সিবিআই তদন্ত করছে। আর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) গ্রেফতার করেছে পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়কে। এবার তাঁদের নিজেদের হেফাজতে নিয়ে জেরা করার প্রস্তুতি শুরু করল সিবিআই। আদালতের নির্দেশে এসএসসি নিয়োগে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলার তদন্ত করছে সিবিআই। সেই মামলার যোগসূত্রেই বিশেষ আদালতে আবেদন করে পার্থ- অর্পিতাকে সিবিআই হেফাজতে নেওয়া হবে।
সিবিআই সূত্রে খবর, কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে এসএসসি, প্রাথমিক টেট স্কুলের ‘গ্রুপ সি’ এবং ‘গ্রুপ ডি’ পদে দুর্নীতি করে চাকরি বিক্রির ঘটনায় ৯টি মামলা করেছে সিবিআই। আবার গত এপ্রিল মাস থেকে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করে সমান্তরাল তদন্ত চালাচ্ছে ইডি। এখন অর্পিতার ফ্ল্যাট থেকে নগদ প্রায় ৫০ কোটি টাকা, ১১ কেজি সোনার গয়না এবং বেশ কিছু বিদেশি মুদ্রা বাজেয়াপ্ত করা হয়েছে। আর তা নিয়ে জেরা করতে চায় সিবিআই।
গত ১০ বছরে রাজ্যের শিক্ষা দফতরে দুর্নীতি চক্র মাথাচাড়া দিয়েছে। সরকারি চাকরি বিক্রি করা হয়েছে তথ্য পেয়েছে সিবিআই অফিসাররা। বেআইনি নিয়োগের সমস্ত নথিপত্র উদ্ধারের কাজ এখনও চলছে বলে সিবিআই সূত্রের খবর। এবার তার সঙ্গে যুক্ত হয়েছে বেআইনি সম্পত্তি। সেখানে নাম জড়িয়েছে পার্থ-অর্পিতার। এই ঘটনার পিছনে আর কারা রয়েছে তা জানতে চায় সিবিআই।
করোনা ভাইরাসের জেরে শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধ থাকলেও বেআইনিভাবে নিয়োগ পদ্ধতি চালানো হয়েছে বলে সিবিআইয়ের দাবি। সেই টাকা অর্পিতার ফ্ল্যাটে এবং সম্পত্তিতে ঢুকেছে বলে মনে করা হচ্ছে। এই বিপুল পরিমাণ টাকার উৎস জানতেই পার্থ-অর্পিতাকে জেরা করতে চায় সিবিআই। তাই তাঁরা নথি তৈরি করছেন।
আরও পড়ুনঃ ইসলাম গ্রহণ করলেন জাপানের এক ডাক্তার
যা আদালতে পেশ করা হবে। সেখান থেকে অনুমতি পেলেই পৌঁছে যাওয়া হবে প্রেসিডেন্সি জেলে।